হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় কতজন ইসরায়েলি জিম্মি জীবিত আছে, নিশ্চিত নয় হামাস

গাজায় আটক ইসরায়েলি জিম্মিরা কতজন জীবিত আছে, তা নিশ্চিত নয় হামাস। ইসরায়েলের হামলা ও ক্ষুধার কারণে জিম্মিদের জীবিত থাকার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন সশস্ত্র গোষ্ঠীটির এক নেতা।

বাসেম নাইম নামে হামাসের এই জ্যেষ্ঠ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বন্দীদের মধ্যে কতজন জীবিত বা মৃত এবং হামলা বা ক্ষুধার কারণে নিহত হয়েছে, তা আমরা সঠিকভাবে জানি না।’

হামাস ও ইসরায়েলের পাঁচ মাস ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি অঞ্চলের বিভিন্ন স্থানে বিভিন্ন দলের কাছে ইসরায়েলি জিম্মি আটক আছে বলে জানান তিনি।

গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাইম বলেন, কতজন জিম্মি বেঁচে আছেন তা নিশ্চিত করার জন্য একটি যুদ্ধবিরতি প্রয়োজন। জিম্মিদের নাম, সংখ্যা ও তাঁরা জীবিত আছেন কি না, সে সম্পর্কে আমাদের খোঁজ নিতে হবে।’

গাজায় যুদ্ধবিরতির জন্য কায়রোতে চলমান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জিম্মির বিষয়টি। কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা গতকাল সোমবার বৈঠকের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র ও হামাস প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, হামাস জীবিত জিম্মির তালিকা না দেওয়ায় ইসরায়েল সরকার কায়রো আলোচনায় প্রতিনিধিদল পাঠাতে অস্বীকার করেছে।

তবে নাইম বলছেন, আলোচনার সময় হস্তান্তরিত কোনো নথি বা প্রস্তাবে বন্দীদের অবস্থা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায় হামাস বাহিনী। ইসরায়েলি সরকার বলছে, গাজায় এখনো ১৩০ জন বন্দী রয়েছে এবং এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) ইসরায়েলি সামরিক অভিযান চালানোর সময় আরও সাত জিম্মির মৃত্যু হয়েছে বলে জানায় হামাস। তবে এএফপি এ তথ্য নিশ্চিত করতে পারেনি।

গত ডিসেম্বরে হুমকি ভেবে ভুল করে ইসরায়েলি সেনারা তিন জিম্মিকে গুলি করে হত্যা করে। ইসরায়েল সরকারের হিসাব অনুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৬০ জনের মৃত্যু হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত ৩০ হাজার ৫৩৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই নারী ও শিশু।

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

১ মার্কিন ডলার সমান ১৪ লাখ ইরানি রিয়াল!

ফিলিস্তিনে জাতিগত নিধনের লক্ষ্যেই ‘খুনি’ সেটলারদের সহায়তা নেতানিয়াহু সরকারের: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

লাতিনে উত্তেজনার মধ্যে সিরিয়ায় যুক্তরাজ্য-ফ্রান্সের বিমান হামলা

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ায় সাধুবাদ জানাল ইসরায়েল

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের