হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার আল-শিফা হাসপাতালে জ্বালানিসংকটে অস্ত্রোপচার বন্ধ, শিশুর মৃত্যু

জ্বালানির সংকটে বন্ধ হয়ে গেছে গাজার সবচেয়ে বড় স্বাস্থ্যকেন্দ্র আল-শিফা হাসপাতালের অস্ত্রোপচার। শনিবার (১১ নভেম্বর) অস্ত্রোপচার বন্ধের তথ্যটি নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অস্ত্রোপচার বন্ধ হয়ে যাওয়ার কারণে ইনকিউবেটরে থাকা এক নবজাতকের মৃত্যু হয়েছে, যেখানে আরও ৪৫ শিশু রয়েছে।’ 

গাজাবাসী বলছে, ইসরায়েলি সেনারা সারা রাতই হামাসের বন্দুকধারীদের সঙ্গে ওই হাসপাতালের আশপাশের এলাকায় লড়াই করেছে। 

আল-কিদরা টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘পরিস্থিতি কারও ধারণার চেয়েও খারাপ। আমরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছি। দখলদার বাহিনী এখানকার বেশির ভাগ ভবনের ভেতরেই হামলা করেছে।’ 

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গত মাসে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলাকারী হামাস গোষ্ঠী শিফা হাসপাতালের নিচে থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এ কারণে এই হাসপাতালগুলো সামরিক লক্ষ্যে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। 

তবে হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলা বেড়ে যাওয়ার কারণে এবং হাসপাতালের কাছেই হামলা চালানোর কারণে রোগী, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে ও হাসপাতালের কাছের ভবনে আশ্রয় নেওয়া হাজার হাজার শরণার্থী ঝুঁকিতে রয়েছে। 

হাসপাতালে কোনো বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নেই উল্লেখ করে আল-কিদরা বলেন, ‘দখলদার বাহিনী কমপ্লেক্সের ভেতরে হাঁটাচলা করা মানুষের ওপর গুলি করছে। এতে আমরা এক বিভাগ থেকে অন্য বিভাগে চলাচল করতে পারছি না। কিছু মানুষ হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করলে তাঁদের ওপরও গুলি করা হয়।’ 

সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বলছে, তাঁরা আল শিফা হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত। 

শনিবার সকালে অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলে, ‘গত কয়েক ঘণ্টায় আল-শিফা হাসপাতালে হামলা নাটকীয়ভাবে বেড়ে গেছে। হাসপাতালে আমাদের কর্মীরা বলছেন, কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালের মধ্যে এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে।’

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির