হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে বিমান হামলায় ইরাকের আকাশ যেন এড়িয়ে চলে, ইসরায়েলকে হুঁশিয়ারি

ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিজেদের আকাশসীমা যেন ব্যবহার করা না হয়—এই দাবি জানিয়েছে ইরাক। শনিবার ইরাকি সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে।

ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানায়, এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে—‘কৌশলগত কাঠামো চুক্তি অনুযায়ী ইসরায়েলি বিমান যেন ইরাকের আকাশসীমা লঙ্ঘন না করে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বলেছে ইরাক।’

সূত্রটি আরও জানায়, “ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমার অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জঙ্গি দমন জোটের নেতৃত্বদানকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব হচ্ছে—ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় এমন যে কোনো কর্মকাণ্ড রোধ করা।”

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় একাধিক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। এ ছাড়া হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন।

ইরাকে আশঙ্কা তৈরি হয়েছে, এ ধরনের হামলায় তাদের আকাশসীমা ব্যবহৃত হলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে এই আনুষ্ঠানিক অনুরোধ জানাল বাগদাদ।

আরও খবর পড়ুন:

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল