হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সহায়তা চেয়ে পুতিনকে খামেনির চিঠি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কাছ থেকে সরাসরি সহায়তা চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, এই চিঠি পৌঁছে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ সোমবার মস্কো গেছেন এবং ক্রেমলিনে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।

এই কূটনৈতিক তৎপরতার পেছনে রয়েছে গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং সরকার পরিবর্তনের আভাস দিয়েছেন। এই ঘোষণাকে রাশিয়া খুবই উদ্বেগের চোখে দেখছে। কারণ, এটি শুধু ইরান নয়, সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে।

রয়টার্সের সঙ্গে কথা বলা এক শীর্ষ সূত্র জানায়, খামেনির পাঠানো চিঠিতে রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সমর্থন চাওয়া হয়েছে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো যথেষ্ট নয়।

যদিও মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর সঙ্গে ক্রমেই বেড়ে চলা উত্তেজনার মধ্যে রাশিয়া এখন নতুন করে মধ্যপ্রাচ্যেও প্রভাব বিস্তার করতে চাইছে। এই প্রেক্ষাপটে ইরানকে নিয়ে রাশিয়ার কৌশলগত হিসাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ইরান সরাসরি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, সামরিক ও কূটনৈতিক সহায়তা—উভয়ই রাশিয়ার কাছ থেকে প্রত্যাশা করছে তেহরান। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই বিরূপ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন