ইরানে হামলার আগে ফ্রান্সকে সতর্ক করেনি ইসরায়েল। কারণ হিসেবে তেল আবিব বলেছে, ফ্রান্স এখন আর আগের মতো ঘনিষ্ঠ মিত্র নয়।
আজ শুক্রবার ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকা এই মন্তব্য করেছেন। তিনি আরও জানান, ইরানের ওপর হামলা কয়েক দিন ধরে চলবে এবং এর লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা।
আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফরাসি রাষ্ট্র একটি নির্দিষ্ট সময়ের জন্য আগের মতো ঘনিষ্ঠ নয়।’ তিনি যোগ করেন, ‘এটি একটি মিত্র, তবে এমন একটি অপারেশনের বিষয়ে আগে থেকে সতর্ক করার মতো পর্যায়ে নয়।’
জোশুয়া জারকা এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান বিষয়ে দায়িত্ব পালন করেছেন।
গত মাসের শেষের দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সতর্ক করে বলেছিলেন, তেল আবিব সরকার গাজার মানবিক সংকটে সাড়া না দিলে তাঁর দেশ ইসরায়েলিদের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা আরোপ করতে পারে’।