হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নৌ জোটে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৫ দেশ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশের সঙ্গে যৌথ নৌ জোট গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি সম্প্রতি এ ঘোষণা দেন।

জোটটিতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থাকতে পারে বলে জানা গেছে। এ ছাড়া এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানকে এতে যুক্ত করা হবে।

ইরানের গণমাধ্যমগুলোর বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ) থেকে দেশটির প্রত্যাহার করে নেওয়ার কথা জানায়। বিশ্বব্যাপী তেলের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ উপসাগরীয় জলপথকে সুরক্ষিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল আমিরাত। ফলে অঞ্চলটির নিরাপত্তায় নতুন একটি নৌ জোট গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় ইরানের ঘোষিত নতুন জোট অঞ্চলটির নিরাপত্তায় নতুন আশার সৃষ্টি করেছে।

তবে অন্য দেশগুলো জোটভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

ইরানের এই ঘোষণার বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার এক সম্পাদকীয়তে বলা হয়, ইরানের নতুন নৌ জোট উচ্চাভিলাষী, তবে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে ভারতের সতর্ক হওয়া উচিত। এতে আরও বলা হয়, এখানে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। প্রথমত, দেখা যাচ্ছে ইরান ও সৌদি আরব অবশেষে উপলব্ধি করছে যে তাদের আঞ্চলিক বিবাদ উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। আঞ্চলিক সমীকরণ মেলাতে নতুন বিকল্পের দিকে তাকিয়ে আছে রিয়াদ ও তেহরান।

দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। সুতরাং, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমস্যা সমাধানকারী হিসেবে ওয়াশিংটনকে আর দেখা হয় না।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার