হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২৮ দেশে তৎপর ইসরায়েলি গুপ্তচর, দাবি ইরানের

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের অন্তত ২৮টি দেশে ইসরায়েলি গুপ্তচরদের অস্তিত্ব খুঁজে পেয়েছে। আজ শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ওই মন্ত্রণালয়। 

এ বিষয়ে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭০০ শব্দের ওই বিবৃতিতে তথাকথিত ইসরায়েলি গুপ্তচরদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা এবং বিবরণ দেওয়া হয়নি। তবে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের চুক্তি বজায় রাখা দেশগুলোতে সক্রিয় কিছু ইসরায়েলি গুপ্তচরের পরিচয় ইরানকে সরবরাহ করেছে সংশ্লিষ্ট দেশের সরকারেরা। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই গুপ্তচরদের কয়েকজন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করে। আর মোসাদের আস্থা অর্জনের জন্য বা মোসাদের পরীক্ষায় পাশ করার জন্য তারা তাদের দেশের স্বার্থ পরিপন্থী কিংবা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক অপারেশন চালাতেও দ্বিধা করে না। 

গোয়েন্দা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি প্রদেশেও ইসরায়েলি কিছু গুপ্তচর শনাক্ত হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা নিরাপত্তা নজরদারির অধীনে রাখা হয়েছে। 

বিবৃতিতে এটাও বলা হয়েছে যে, দেশের বাইরে অবস্থান করে ইসরায়েলের হয়ে কাজ করা ইরানেরও কয়েকজন গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে। তাদের বিষয়ে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে ওই গুপ্তচরেরা যেসব দেশে বসবাস করছে সেই দেশগুলোর মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের মাত্রার ওপর ভিত্তি করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ অবস্থায় ধারণা করা হচ্ছে, ইসরায়েলকে সহযোগিতা করার দায়ে বা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিদেশে বসবাস করা ইরানি বংশোদ্ভূত ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তেহরান। 

ইরানি গোয়েন্দা সংস্থাগুলো প্রায় সময়ই সন্ত্রাসী বা গুপ্তচর শনাক্ত ও গ্রেপ্তারে সাফল্য দাবি করে। তবে এসব বিষয়ে সংস্থাটি খুব কমই সুনির্দিষ্ট প্রমাণ হাজির করে থাকে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার