হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাক থেকে সরাসরি ইসরায়েলে হামলার দাবি হুতির 

ইরাকের মাটি থেকে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির প্রধান আব্দুল মালিক আল-হুতি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বিষয়টি দাবি করেন। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আব্দুল মালিক আল-হুতি বলেছেন, ‘আজ (গতকাল বৃহস্পতিবার) ভোরের দিকে আমাদের সামরিক বাহিনী হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান শুরু করা হয়েছিল।’ 
 
আব্দুল মালেক আল-হুতি জানিয়েছেন, গত ৩০ দিনে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে জাহাজের বিরুদ্ধে তাঁরা ৩৮টি অপারেশনে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। তিনি আরও দাবি করেন, তাঁর সৈন্যরা একধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, যা রাডারকে এড়িয়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এবং তাঁরা মার্কিন বিমানবাহী রণতরি আইজেনহাওয়ারে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছেন। 

এর আগে, হুতি মিলিশিয়ার সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন যে, তাঁদের বাহিনী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে মিলে রাফাহে ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের জাহাজে দুটি ড্রোন হামলা চালিয়েছে। 

ইয়াহিয়া সারি বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে দুটি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি হাইফার বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করে ছিল। দ্বিতীয় হামলায় একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেটি একই ইসরায়েলি বন্দরে ভ্রমণের ওপর হুতি নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল।’

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি