হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাফাহে প্রাণ হারাল আরও ৮ ইসরায়েলি সেনা

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে আরও আট ইসরায়েলি সেনা মারা গেছেন। ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া বহরে বিস্ফোরণের কারণে প্রাণ হারান ওই আট সেনা। হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে নিহতরা একটি কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য ছিলেন। আইডিএফ জানিয়েছে, গতকাল শনিবার ভোরের দিকে রাফাহের তেল আল-সুলতান এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। যুদ্ধের জন্য প্রয়োজন এমন বিভিন্ন সরঞ্জামসহ একটি গাড়িতে ছিলেন ওই আট সেনা। একপর্যায়ে গাড়ি বিস্ফোরিত হলে এই প্রাণহানি হয়। 

আল-ক্বাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ওই গাড়ি মূলত তাদের পেতে রাখা একটি মাইনফিল্ডের ওপর চলে গিয়েছিল এবং বিস্ফোরিত হয়েছিল। এ নিয়ে গাজায় ইসরায়েলি নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৭। 

এদিকে, গাজার শহরের উপকণ্ঠের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনই মধ্য গাজার এবং বাকি চারজন দক্ষিণে রাফাহের বাসিন্দা। সব মিলিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার ৩০০ এবং এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৮৬ হাজার ফিলিস্তিনি। 

এদিকে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও অন্যান্য অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রামের প্রতি সাধারণ ফিলিস্তিনিদের সমর্থন বাড়ছে। এমনকি গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের প্রতিও সমর্থন বেড়েছে সাধারণ ফিলিস্তিনিদের। সম্প্রতি ফিলিস্তিন সংস্থা প্যালেস্টাইনিয়ান সেন্টার পর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের (পিএসআর) জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 
 
গাজা ও পশ্চিম তীর পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৪ শতাংশই মনে করেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ অন্যান্য অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম সর্বোত্তম উপায়, যা আগের তুলনায় ৮ শতাংশ বেশি। এ ছাড়া, জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ ফিলিস্তিনি হামাসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন, যা আগের তুলনায় ৬ শতাংশ বেশি। অন্যদিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে থাকা ফাতাহের প্রতি সমর্থন আছে মাত্র ২০ শতাংশের।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল