হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটতে পারে, চীনের সতর্কবার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ‘যুদ্ধের বিস্তার’ ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। তিনি বিশেষ করে ‘উপসাগর এবং এর আশপাশের জলপথ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুট’ হওয়ার বিষয়টি তুলে ধরেন।

গুও বলেন, ‘চীন সংঘাতের পক্ষগুলোকে পরিস্থিতি বারবার বাড়তে না দিতে, যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়াতে এবং রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসতে আহ্বান জানাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৃহত্তর প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে, যাতে সংঘাতের তীব্রতা কমে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর আরও বেশি প্রভাব ফেলতে না পারে।’

চীনের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলা এবং হরমুজ প্রণালি বন্ধের হুমকির কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ তৈরি হয়েছে।

চীন ইরানের জ্বালানি তেলের অন্যতম ক্রেতা এবং এই অঞ্চলে বেইজিংয়ের অর্থনৈতিক স্বার্থ জড়িত। তাই চলমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে চীন অত্যন্ত উদ্বিগ্ন।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র