হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটতে পারে, চীনের সতর্কবার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ‘যুদ্ধের বিস্তার’ ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। তিনি বিশেষ করে ‘উপসাগর এবং এর আশপাশের জলপথ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুট’ হওয়ার বিষয়টি তুলে ধরেন।

গুও বলেন, ‘চীন সংঘাতের পক্ষগুলোকে পরিস্থিতি বারবার বাড়তে না দিতে, যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়াতে এবং রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসতে আহ্বান জানাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৃহত্তর প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে, যাতে সংঘাতের তীব্রতা কমে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর আরও বেশি প্রভাব ফেলতে না পারে।’

চীনের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলা এবং হরমুজ প্রণালি বন্ধের হুমকির কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ তৈরি হয়েছে।

চীন ইরানের জ্বালানি তেলের অন্যতম ক্রেতা এবং এই অঞ্চলে বেইজিংয়ের অর্থনৈতিক স্বার্থ জড়িত। তাই চলমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে চীন অত্যন্ত উদ্বিগ্ন।

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির