হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করা ইসরায়েলি দম্পতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসরায়েলি পুলিশ বিষয়টি প্রকাশ করে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেতের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

ওই দম্পতি ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর লোদের বাসিন্দা রাফায়েল ও লালা গুলায়েভ। তাঁদের দুজনেরই বয়স ৩২ বছর। তাঁরা ইসরায়েলি জাতীয় অবকাঠামো, নিরাপত্তা সাইট সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এক নারী শিক্ষাবিদকে নজরদারির কাজে জড়িত ছিলেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই দম্পতিকে নিয়োগ করেছিল ইরানের পক্ষে কাজ করা আজারবাইজানীয় নাগরিক এলশান (এলহান) আগায়েভ। তবে আগায়েভ ইসরায়েলে অবস্থান করছেন কি না, তা স্পষ্ট নয়।

তাদের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরসহ স্পর্শকাতর ইসরায়েলি স্থানগুলোতে নজরদারি এবং তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত এক গবেষকের বিষয়ে তথ্য সংগ্রহ করে।

এর আগে গত ২২ অক্টোবর ইসরায়েলি পুলিশ জানায়, তারা ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে সাত ফিলিস্তিনির একটি দলকে গ্রেপ্তার করেছে। তার এক দিন আগে পুলিশ জানিয়েছিল, ইরানের নির্দেশে শত শত গুপ্তচর মিশন চালানোর সন্দেহে তারা হাইফা শহর থেকে সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে। এর আগের সপ্তাহে আরও দুই ইসরায়েলির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।

এ ছাড়া গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উপকূলীয় শহর আশকেলন থেকে মোরদেচাই মামান নামে এক ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েল বর্তমানে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনে হুতি বিদ্রোহীসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে।

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান চায় ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’

ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল