হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু আলোচনার জন্য প্রস্তুত ইরান: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেছেন, পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিল ইরান। এখনো প্রস্তুত। তবে এ আলোচনা হতে হবে পশ্চিমা দেশগুলোর দিক থেকে কোনো ‘চাপ’ ছাড়াই। 

গতকাল শনিবার এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। রাইসি বলেন, ‘আমাদের এজেন্ডায় আলোচনা রয়েছে। আমরাও লক্ষ্যে পৌঁছাতে আলোচনা চাই। কিন্তু এমন চাপে পড়ে নয়।’ 

জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ আলোচনা থেমে ছিল। কিন্তু এর পর আলোচনা চালিয়ে যেতে দেশটিকে আহ্বান জানায় ফ্রান্স ও জার্মানি। কিন্তু গত মাসে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়াম ধাতু পরিশুদ্ধকরণ বাড়িয়েছে। এর পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, ইরান সব সময় বলে আসছে, তাদের পারমাণবিক পদক্ষেপ শান্তির পথেই আছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে রাইসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করে আলোচনা করতে চায়। এটা কেমন আলোচনা?’ 

রাইসি বলেছেন, ইরানের দিক থেকে আলোচনার অন্যতম লক্ষ্য হচ্ছে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসা। আমাদের এজেন্ডায় এটি আছে। আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলোচনা করতে চাই, যাতে ইরানের জনগণের ওপর চেপে বসা অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যাতে তাদের জীবন বিকশিত হতে পারে।

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান