হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসপ্রধানকে সুযোগ পেয়েও যে কারণে হত্যা করেনি ইসরায়েল

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ দাবি করেছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সুযোগ পেয়েছিল। কিন্তু তারপরও তাঁকে হত্যা করেনি। ইসরায়েলের আশঙ্কা ছিল, এতে হামাসের হাতে থাকা জিম্মিদের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট চ্যানেল-১২–এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। চ্যানেল-১২ গতকাল রোববার এক প্রতিবেদনে এই দাবি করে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গোয়েন্দা পেয়েছিল যা, দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সিনওয়ারকে হত্যা করার একটি অনন্য সুযোগ দিয়েছিল। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এ ধরনের অপারেশন খুব ঝুঁকিপূর্ণ হবে। কারণ, হামাসের শীর্ষ যেখানে অবস্থান করছিলেন, সেখানেই ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে। 

সম্প্রচারমাধ্যমটির দাবি, ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর গোষ্ঠীটির শীর্ষ নেতা নির্বাচিত হন ইয়াহিয়া সিনওয়ার। এর পর থেকেই গাজায় হামাসের টানেল নেটওয়ার্কে লুকিয়ে আছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনওয়ার নিজেকে জিম্মিদের দিয়ে ঘিরে রেখেছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছেন যাতে ইসরায়েল তাঁর ক্ষতি না করে। 

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যম আল-অ্যারাবিয়া গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার বিষয়টি জানার পর গাজা উপত্যকায় স্থানান্তরিত হয়েছেন। তবে গাজায় তিনি ঠিক কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সম্প্রচারমাধ্যমটি। 

বিগত সপ্তাহগুলোতে গুজব ছড়িয়ে পড়েছিল, ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। কিন্তু আইডিএফ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত বিশ্বাস করে, সিনওয়ার এখনো বেঁচে আছেন।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪