হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসপ্রধানকে সুযোগ পেয়েও যে কারণে হত্যা করেনি ইসরায়েল

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ দাবি করেছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সুযোগ পেয়েছিল। কিন্তু তারপরও তাঁকে হত্যা করেনি। ইসরায়েলের আশঙ্কা ছিল, এতে হামাসের হাতে থাকা জিম্মিদের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট চ্যানেল-১২–এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। চ্যানেল-১২ গতকাল রোববার এক প্রতিবেদনে এই দাবি করে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গোয়েন্দা পেয়েছিল যা, দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সিনওয়ারকে হত্যা করার একটি অনন্য সুযোগ দিয়েছিল। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এ ধরনের অপারেশন খুব ঝুঁকিপূর্ণ হবে। কারণ, হামাসের শীর্ষ যেখানে অবস্থান করছিলেন, সেখানেই ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে। 

সম্প্রচারমাধ্যমটির দাবি, ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর গোষ্ঠীটির শীর্ষ নেতা নির্বাচিত হন ইয়াহিয়া সিনওয়ার। এর পর থেকেই গাজায় হামাসের টানেল নেটওয়ার্কে লুকিয়ে আছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনওয়ার নিজেকে জিম্মিদের দিয়ে ঘিরে রেখেছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছেন যাতে ইসরায়েল তাঁর ক্ষতি না করে। 

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যম আল-অ্যারাবিয়া গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার বিষয়টি জানার পর গাজা উপত্যকায় স্থানান্তরিত হয়েছেন। তবে গাজায় তিনি ঠিক কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সম্প্রচারমাধ্যমটি। 

বিগত সপ্তাহগুলোতে গুজব ছড়িয়ে পড়েছিল, ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। কিন্তু আইডিএফ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত বিশ্বাস করে, সিনওয়ার এখনো বেঁচে আছেন।

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান