হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সরকারবিরোধী বিক্ষোভের প্রতিবেদন, ইরানে নিষিদ্ধ হলেন পত্রিকার সম্পাদক

গত বছর দেশব্যাপী বিক্ষোভের প্রতিবেদন প্রকাশের জেরে ইরান কর্তৃপক্ষ একটি সংবাদপত্রের সম্পাদককে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংস্কারপন্থী দৈনিক ইতেমাদের প্রধান সম্পাদক তিনি। সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী এক বছর গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তিনি রাখতে পারবেন না। সংবাদপত্রটির আজ শনিবারের সংখ্যায় এ খবর ছাপা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। 

পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক বেহরুজ বেহজাদিকে ‘মিথ্যা বিষয়বস্তু প্রকাশের জন্য অভিযুক্ত করা হয়েছে’। ইরানের রেভল্যুশনারি গার্ডের তেহরান শাখা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পরে সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসে। 

দৈনিক ইতেমাদ জানিয়েছে, গত অক্টোবরে একজন বিজ্ঞানীকে ‘অপহরণ’ এবং পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ সমর্থনকারী শিল্পীদের ওপর ‘নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার’ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল পত্রিকাটি। সরকারের অভিযোগের সঙ্গে এসব প্রতিবেদনের সম্পর্ক রয়েছে। 

সাংবাদিক বেহজাদির বয়স এখন সত্তরের কোঠায়। সংবাদপত্রের শনিবারের সংস্করণটিতে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আদালত প্রাথমিকভাবে তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন। পরে এক বছরের জন্য কাজ থেকে বিরত থাকার আদেশ দেন। 

ইরানে নারীদের পোশাক সম্পর্কিত বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনি। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপর ইরানজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। 

বিক্ষোভে কয়েক ডজন নিরাপত্তাকর্মীসহ কয়েক শ মানুষ নিহত হন। সরকারি কর্মকর্তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত করেন। এই বিক্ষোভের সঙ্গে জড়িত হাজার হাজার নাগরিককে গ্রেপ্তার করা হয়। 

গত জানুয়ারিতে প্রকাশিত ইতেমাদের একটি প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষের মধ্যে প্রায় ৮০ জন সাংবাদিকও ছিলেন।

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির