হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, বাগদাদ-ওয়াশিংটন আলোচনা শিগগির

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করতে শিগগিরই বাগদাদের সঙ্গে আলোচনায় বসবে ওয়াশিংটন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছে। দুই দেশের সামরিক কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। তবে প্রতিবেদনে আলোচনা শুরুর চূড়ান্ত দিন-তারিখ জানানো হয়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক কমিশন শিগগির মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। গত বছরের আগস্টে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। এই সংলাপ মূলত ইরাক থেকে কীভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, তার চূড়ান্ত রূপরেখা তৈরি করবে। 

একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন চায় ইরাকের বর্তমান পরিস্থিতি, দেশটির সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর স্থিতিশীলতার ওপর ভিত্তি করে মার্কিন সেনা প্রত্যাহারের দিন-তারিখ নির্ধারণ করতে। তবে ইরাকের চাওয়া, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সূচি কোনো শর্ত বা অবস্থান বিবেচনায় প্রভাবিত হওয়া উচিত নয়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি গত ৫ জানুয়ারি বলেছেন, ইরাকের মাটিতে আন্তর্জাতিক জোটের সেনাদের উপস্থিতির ন্যায্যতা ফুরিয়ে গেছে এবং বাগদাদ দেশে-বিদেশি সামরিক উপস্থিতি শেষ করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি আরও বলেছিলেন, ইরাক সরকার বিদেশি সৈন্য প্রত্যাহারের সমস্যা মোকাবিলার জন্য প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় কমিশন কাঠামোর মধ্যে আলোচনা শুরুর তারিখ নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে আছে।

উল্লেখ্য, বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ইরাকের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন আছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, তিনি ইরাক সরকারের সেনা প্রত্যাহারের বিষয়ে করা কোনো অনুরোধ সম্পর্কে অবগত নন। তিনি আরও বলেন, ‘ইরাকের বৈধ সরকারের অনুরোধেই মার্কিন বাহিনী দেশটিতে অবস্থান করছে।’

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্যু, দেয়াল ধসে নিহত আরও ৫