হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাড়িতে ড্রোন হামলা, প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী বাগদাদে অবস্থিত তাঁর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। ইরাকের সেনাবাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি একটি টুইট বার্তায় বলেন, আল্লাহর শুকরিয়া। আমি ভালো আছি। আমি ইরাক ও ইরাকিদের মুক্তির জন্য একটি প্রকল্প নিয়ে আছি। বিশ্বাসঘাতকতার ক্ষেপণাস্ত্র বিশ্বাসীদের নিরুৎসাহিত করবে না। আইন আছে।

ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলার ঘটনার পর আল-খাদিমি সুস্থ আছেন। এই ব্যর্থ প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। তবে সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। 

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন।

 

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

১ মার্কিন ডলার সমান ১৪ লাখ ইরানি রিয়াল!

ফিলিস্তিনে জাতিগত নিধনের লক্ষ্যেই ‘খুনি’ সেটলারদের সহায়তা নেতানিয়াহু সরকারের: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী