হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু

অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই তিন ব্যক্তি সশস্ত্র ছিলেন এবং শনিবার ভোরে এক ‘বন্দুকযুদ্ধে’ তাঁরা নিহত হয়েছেন। ওই তিনজন হলেন, জেনিন শহরের খলিল তাওয়ালবাহ ও সায়েব আবাহরা এবং তুলকারমের সাইফ আবু লিবদাহ। 

এদিকে পুলিশের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা একটি সন্ত্রাসী সেলের সদস্য ছিল—যা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর (ইসরায়েলের) বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল এবং স্পষ্টত, আরেকটি নিরাপত্তা বাহিনীর ওপর আরেকটি হামলার সম্ভাবনা ছিল।’ 

তবে, এই হত্যার বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পশ্চিম তীরের জেনিন শহরের দক্ষিণ আরাবা জংশনে ফিলিস্তিনের তিন ‘প্রতিরোধযোদ্ধা’ নিহত হওয়ার পরও ইসরায়েলি বাহিনী সেখানে চিকিৎসকদের প্রবেশাধিকার দিতে অস্বীকার করেছিল। 

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ওই কিন জন আল-কুদস ব্রিগেডের সদস্য। ফিলিস্তিনি জরুরি পরিষেবা সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই তিনজনের মরদেহ রেখে দিয়েছে এবং তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকার করেছে।

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি