হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার

গাজার আলোচিত আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. আবু সালামিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রকাশিত একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

হামাসের বিবৃতির বরাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক ছাড়াও কয়েকজন সিনিয়র চিকিৎসককেও গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে হামাস বলেছে, ‘আল-শিফা হাসপাতালে পরিচালক এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের গ্রেপ্তারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করছি, যেন তাদের মুক্তির বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।’

বিবৃতিতে জানানো হয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালামিয়া হাসপাতাল থেকে অবশিষ্ট রোগী ও আহতদের নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ওপর চাপ সৃষ্টির জন্য রেডক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাই এই দুটি সংস্থার আন্তর্জাতিক কমিটিকে সালামিয়ার ব্যাপারে কিছু একটা করার আহ্বান জানায় হামাস। খালি করার পরও সালামিয়াসহ কয়েক চিকিৎসক হাসপাতালে অবস্থান করায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

সালামিয়ার গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েল বলেছে, গাজার দক্ষিণ অংশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার অভিযোগকে অস্বীকার করেছে হামাসসহ হাসপাতাল কর্তৃপক্ষও।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান চায় ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’