হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার

গাজার আলোচিত আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. আবু সালামিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রকাশিত একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

হামাসের বিবৃতির বরাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক ছাড়াও কয়েকজন সিনিয়র চিকিৎসককেও গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে হামাস বলেছে, ‘আল-শিফা হাসপাতালে পরিচালক এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের গ্রেপ্তারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করছি, যেন তাদের মুক্তির বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।’

বিবৃতিতে জানানো হয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালামিয়া হাসপাতাল থেকে অবশিষ্ট রোগী ও আহতদের নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ওপর চাপ সৃষ্টির জন্য রেডক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাই এই দুটি সংস্থার আন্তর্জাতিক কমিটিকে সালামিয়ার ব্যাপারে কিছু একটা করার আহ্বান জানায় হামাস। খালি করার পরও সালামিয়াসহ কয়েক চিকিৎসক হাসপাতালে অবস্থান করায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

সালামিয়ার গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েল বলেছে, গাজার দক্ষিণ অংশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার অভিযোগকে অস্বীকার করেছে হামাসসহ হাসপাতাল কর্তৃপক্ষও।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র