হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আবারও হামাস প্রধান হলেন ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। আজ সোমবার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

একটি বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, হাজার হাজার সদস্যরা হামাসের প্রধান নির্বাচনে ভোট দিয়েছেন। ইসমাইল হানিয়া আবারও এই রাজনৈতিক দলের প্রধান নির্বাচিত হয়েছে। তবে এই নির্বাচনে হানিয়ার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তা জানা যায়নি।

২০১৭ সাল থেকে ইসমাইল হানিয়া সংগঠনটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যদিও তিনি কাতার এবং তুরস্কে নির্বাসনে থাকছেন। 

সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ ইসরায়েলি এবং ২৬০ ফিলিস্তিনির মৃত্যু হয়। ওই সংঘাত মিশরের মধ্যস্থতায় বন্ধ হয়। সেই যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন হানিয়া। 

গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর হামাসে ইসমাইল হানিয়ার প্রভাব আরও বিস্তৃতি লাভ করে। 

ফিলিস্তিনের রাজনীতিতে ইসমাইল হানিয়ার সরাসরি উত্থান ২০০৬ সালে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলের বিপরীতে নির্বাচনে জয় পায় তার দল। এ জয়ের পর ইসমাইল হানিয়া ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। 

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল