হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সাগরে পড়া ত্রাণ তুলতে গিয়ে পানিতে ডুবে ১২ ফিলিস্তিনির মৃত্যু

গাজার উত্তরাঞ্চলে বিমান থেকে সাগরে পড়া ত্রাণসামগ্রী সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে অন্তত ১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বেইত লাহিয়ার এক সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘খাবারের প্যাকেট সংগ্রহ করতে সমুদ্রে নামতে গিয়ে ১২ জন ডুবে গেছে। মাটিতে পড়া অন্যান্য ত্রাণের প্যাকেজ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।’ 

বিবৃতিতে বিমানের মাধ্যমে ত্রাণের প্যাকেজ ফেলাকে ‘আপত্তিকর, ভুল, অনুপযুক্ত ও অকেজো’ আখ্যা দিয়ে ‘অবিলম্বে তা বন্ধ করার’ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক ভিডিওতে সৈকতে ত্রাণ ফেলার পর ফিলিস্তিনিদের উপকূলের দিকে মরিয়া হয়ে ছুটে আসতে দেখা গেছে। 

এতে দেখা যায়, প্যারাসুটের সঙ্গে সংযুক্ত কয়েক ডজন ত্রাণ প্যাকেজ উপকূলের কাছে ভেসে আসছে। ইসরায়েলের দাবি, গত সোমবার তারা গাজার উত্তরাঞ্চলে এক টন ওজনের ১৫৯টি ত্রাণের প্যাকেজ পাঠানোর ব্যবস্থা করেছে। ইসরায়েলকে স্থলপথে গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিতে চাপ দেওয়া হচ্ছে। 

যুক্তরাষ্ট্র বলছে, গত সোমবার দুটি সি–-১৭ বিমান গাজার উত্তরাঞ্চলে ৪৬ হাজার মানুষের জন্য প্রস্তুত খাবার (এমআরই) ফেলেছে। এদিকে যুক্তরাজ্য বলছে, তাদের একটি এ৪০০এম উড়োজাহাজে করে ১০টন পানি, চাল, রান্নার তেল, ময়দা, টিনজাত পণ্য ও বেবি ফর্মুলা ফেলা হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা