হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে ২ ইজরায়েলিসহ তিন জাহাজে আক্রমণের দাবি হুতিদের 

লোহিত সাগরে আন্তর্জাতিক জলসীমায় দুই ইসরায়েলি বাণিজ্যিক জাহাজসহ তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত রোববার যুক্তরাষ্ট্র সশস্ত্রবাহিনী হামলার বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, হুতিরা ড্রোন ও নৌ-ক্ষেপণাস্ত্রের সহায়তায় এই আক্রমণ চালিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ঘটনাস্থলের কাছেই থাকা মার্কিন ডেস্ট্রয়ার কার্নেই জাহাজগুলো থেকে ডিসট্রেস কল পেয়ে সাহায্য পাঠায়। তবে তার আগেই হামলার ঘটনা ঘটে যায়। পরে জাহাজ তিনটিতে উদ্ধার তৎপরতা চালায় কার্নেইয়ের ক্রুরা। 

হুতি জানিয়েছে, তাদের নৌবাহিনী দুটি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। একটির নাম হলো—ইউনিটি এক্সপ্লোরার ও অপরটি নম্বর-৯। জাহাজ দুটিতে একটি ড্রোন ও একটি ন্যাভাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজগুলোকে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেই সতর্কবার্তা প্রত্যাখ্যান করায় তাদের ওপর হামলা চালানো হয়। তবে জাহাজগুলোকে কি বিষয়ে সতর্ক করা হয়েছিল সে বিষয়ে কোনো মন্তব্য করেননি সেই মুখপাত্র। 

এক ভিডিও বিবৃতিতে হুতি মুখপাত্র আরও জানিয়েছেন, মুসলিম দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান ও ইয়েমেনের জনগণের দাবিতেই এই হামলা চালানো হয়েছে। 

সেন্টকম জানিয়েছে, তারা ৩টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে এবং হামলার শিকার জাহাজগুলোর পাশে দাঁড়িয়েছে। তবে মার্কিন ডেস্ট্রয়ার কার্নেইকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সেন্টকম। তবে তারা জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকিস্বরূপ।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার