হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেল ইরাক

কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ শিয়া আল-সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে গত এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

ঐতিহ্যগতভাবে একজন কুর্দি ইরাকের প্রেসিডেন্ট পদ পেয়ে থাকেন। সাম্প্রদায়িক সংঘাত এড়াতে দেশটিতে ক্ষমতার বণ্টন পদ্ধতি অনুযায়ী প্রেসিডেন্ট হন একজন কুর্দি, প্রধানমন্ত্রী শিয়া ও পার্লামেন্টের স্পিকার হন সুন্নি। কিন্তু গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ইরাকের রাজনীতিকেরা এটি করতে ব্যর্থ হচ্ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রকৌশলী ৭৮ বছর বয়সী রাশিদ ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহর বিরুদ্ধে জয় পান।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রাশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক মনোনীত সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। পরবর্তী ৩০ দিনের মধ্যে সুদানিকে মন্ত্রিসভা গঠন করে অনুমোদনের জন্য পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। ৫২ বছর বয়সী মোহাম্মদ শিয়া আল-সুদানি এর আগে ইরাকের মানবাধিকারবিষয়ক মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। 

ইরাকের পার্লামেন্টে এর আগে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা ব্যর্থ হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চতুর্থবারের উদ্যোগে নতুন প্রেসিডেন্ট পেল দেশটি। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরাকের সুরক্ষিত গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা হয়। গ্রিন জোনের ভেতরই ইরাকের পার্লামেন্ট অবস্থিত। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য আহত হন।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’