হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেল ইরাক

কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ শিয়া আল-সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে গত এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

ঐতিহ্যগতভাবে একজন কুর্দি ইরাকের প্রেসিডেন্ট পদ পেয়ে থাকেন। সাম্প্রদায়িক সংঘাত এড়াতে দেশটিতে ক্ষমতার বণ্টন পদ্ধতি অনুযায়ী প্রেসিডেন্ট হন একজন কুর্দি, প্রধানমন্ত্রী শিয়া ও পার্লামেন্টের স্পিকার হন সুন্নি। কিন্তু গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ইরাকের রাজনীতিকেরা এটি করতে ব্যর্থ হচ্ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রকৌশলী ৭৮ বছর বয়সী রাশিদ ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহর বিরুদ্ধে জয় পান।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রাশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক মনোনীত সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। পরবর্তী ৩০ দিনের মধ্যে সুদানিকে মন্ত্রিসভা গঠন করে অনুমোদনের জন্য পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। ৫২ বছর বয়সী মোহাম্মদ শিয়া আল-সুদানি এর আগে ইরাকের মানবাধিকারবিষয়ক মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। 

ইরাকের পার্লামেন্টে এর আগে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা ব্যর্থ হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চতুর্থবারের উদ্যোগে নতুন প্রেসিডেন্ট পেল দেশটি। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরাকের সুরক্ষিত গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা হয়। গ্রিন জোনের ভেতরই ইরাকের পার্লামেন্ট অবস্থিত। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য আহত হন।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার