হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরানের ইহুদিরা

আজকের পত্রিকা ডেস্ক­

২০১৩ সালের ১৯ নভেম্বর তেহরানে জাতিসংঘের দপ্তরের বাইরে ইরানের ইহুদি সম্প্রদায়ের এক সমাবেশ। ছবি: সংগৃহীত

ইরানের ইসফাহান প্রদেশে বসবাসরত ইহুদি সম্প্রদায় দেশটির পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জায়োনবাদীদের এই নির্মমতা মানবিক মূল্যবোধ বিবর্জিত। এর ফলে আমাদের প্রিয় স্বদেশবাসী, এমনকি নিরপরাধ শিশুরাও শহীদ হয়েছেন। এটি আমাদের মর্মাহত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, গর্বিত ইসলামি প্রজাতন্ত্র ইরান জায়োনিস্ট শাসনের এই লজ্জাজনক কর্মকাণ্ডের জবাবে কঠিন ও অনুশোচনামূলক প্রতিক্রিয়া দেবে এবং তাদের অনুতপ্ত করবে।’

উল্লেখ্য, ইরানের ইহুদি সম্প্রদায় মাঝে মাঝে সরকারপন্থী অবস্থান থেকে ইসরায়েলবিরোধী বিবৃতি দেয়। তবে বিশ্লেষকদের মতে, এসব বিবৃতি আসলে কতটা সম্প্রদায়ের প্রকৃত মনোভাব— তা নিয়ে সংশয় রয়েছে।

আইআরএনএ জানায়, বর্তমানে ইরানে আনুমানিক ৩ হাজার ইহুদি বসবাস করছেন, যার মধ্যে শুধু ইসফাহানেই রয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন এবং সেখানে রয়েছে ১৬টি সিনাগগ (ইহুদি উপাসনালয়)।

তবে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানায়, ইরানে বর্তমানে প্রায় ৮ হাজার ৫০০ ইহুদি রয়েছেন, যাদের বেশিরভাগই বসবাস করেন তেহরান, ইসফাহান ও শিরাজে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি