হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরানের ইহুদিরা

আজকের পত্রিকা ডেস্ক­

২০১৩ সালের ১৯ নভেম্বর তেহরানে জাতিসংঘের দপ্তরের বাইরে ইরানের ইহুদি সম্প্রদায়ের এক সমাবেশ। ছবি: সংগৃহীত

ইরানের ইসফাহান প্রদেশে বসবাসরত ইহুদি সম্প্রদায় দেশটির পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জায়োনবাদীদের এই নির্মমতা মানবিক মূল্যবোধ বিবর্জিত। এর ফলে আমাদের প্রিয় স্বদেশবাসী, এমনকি নিরপরাধ শিশুরাও শহীদ হয়েছেন। এটি আমাদের মর্মাহত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, গর্বিত ইসলামি প্রজাতন্ত্র ইরান জায়োনিস্ট শাসনের এই লজ্জাজনক কর্মকাণ্ডের জবাবে কঠিন ও অনুশোচনামূলক প্রতিক্রিয়া দেবে এবং তাদের অনুতপ্ত করবে।’

উল্লেখ্য, ইরানের ইহুদি সম্প্রদায় মাঝে মাঝে সরকারপন্থী অবস্থান থেকে ইসরায়েলবিরোধী বিবৃতি দেয়। তবে বিশ্লেষকদের মতে, এসব বিবৃতি আসলে কতটা সম্প্রদায়ের প্রকৃত মনোভাব— তা নিয়ে সংশয় রয়েছে।

আইআরএনএ জানায়, বর্তমানে ইরানে আনুমানিক ৩ হাজার ইহুদি বসবাস করছেন, যার মধ্যে শুধু ইসফাহানেই রয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন এবং সেখানে রয়েছে ১৬টি সিনাগগ (ইহুদি উপাসনালয়)।

তবে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানায়, ইরানে বর্তমানে প্রায় ৮ হাজার ৫০০ ইহুদি রয়েছেন, যাদের বেশিরভাগই বসবাস করেন তেহরান, ইসফাহান ও শিরাজে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার