হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অনেক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত, দাবি পুতিনের শীর্ষ সহযোগীর

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ছবি: এএফপি

বিশ্বের অনেক দেশ ইরানকে সরাসরি নিজেদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। কোন কোন দেশ মধ্যপ্রাচ্যের দেশটিকে এ সহায়তা দিতে ইচ্ছুক, তা অবশ্য তিনি খোলাসা করেননি।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দাবি করেন মেদভেদেভ।

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন যুদ্ধে ঠেলে দিয়েছেন।

‘শান্তির বার্তা নিয়ে আসা ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি যুদ্ধ শুরু করেছেন।’

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এই অভিযান কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এই হামলা কোনো উল্লেখযোগ্য সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি।

মেদভেদেভ বলেন, ‘ইরানের পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো হয় ক্ষতিগ্রস্তই হয়নি বা খুব সামান্য ক্ষতি হয়েছে।’

‘এখন আমরা খোলাখুলিই বলতে পারি, পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে’, যোগ করেন তিনি।

মেদভেদেভ বলেন, ইসরায়েলের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে। কারণ, দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়েছে। এ ছাড়া সামনে স্থল অভিযান শুরু হওয়ার আশঙ্কাও দেখা দিচ্ছে।’

মেদভেদেভ মনে করেন, এসব হামলা ইরানকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে। তাঁর ভাষ্য, ইরানের রাজনৈতিক শাসন টিকে গেছে এবং সম্ভবত আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। দেশটির মানুষ এখন আধ্যাত্মিক নেতৃত্বের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন। এমনকি যাঁরা আগে নির্লিপ্ত ছিলেন বা বিরোধিতা করতেন, তাঁরাও এখন এই নেতৃত্বের পাশে দাঁড়াচ্ছেন।

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আজ রোববার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এ বৈঠকের কথা জানান।

আরাঘচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা সব সময় একে অপরের সঙ্গে পরামর্শ করি।’

ইস্তাম্বুল থেকে রোববার দুপুরে রাশিয়ায় যাবেন উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল সকালে রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসব আমি।’

আরও খবর পড়ুন:

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ