গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছেন। আজ বুধবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েল গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করেছে। এরপর এখন পর্যন্ত তাদের ৩২ সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্পেশাল ফোর্সের সদস্য।
নিহত ওই সেনার নাম জনাথন চাজর। তিনি ইসরায়েলের বিমান বাহিনীর শালদাগ ইউনিটের সদস্য। গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন।
আইডিএফ এখন পর্যন্ত ৩৫০ সেনার নাম প্রকাশ করেছে। এসব সেনাদের বেশির ভাগ হামাসের হামলার নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিন জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানাতে পারেনি সামরিক শাখা।
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।