হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্য নিহত

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছেন। আজ বুধবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। 

আইডিএফ জানিয়েছে, ইসরায়েল গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করেছে। এরপর এখন পর্যন্ত তাদের ৩২ সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্পেশাল ফোর্সের সদস্য। 

নিহত ওই সেনার নাম জনাথন চাজর। তিনি ইসরায়েলের বিমান বাহিনীর শালদাগ ইউনিটের সদস্য। গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন। 

আইডিএফ এখন পর্যন্ত ৩৫০ সেনার নাম প্রকাশ করেছে। এসব সেনাদের বেশির ভাগ হামাসের হামলার নিহত হয়েছেন। 

এদিকে ফিলিস্তিন জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানাতে পারেনি সামরিক শাখা। 

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল