হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন—এরদোয়ান

আজকের পত্রিকা ডেস্ক­

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইরানে চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণহত্যার দিক থেকে অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন।

পার্লামেন্টে নিজ দল একে পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ ছবি ও ভিডিওগুলোও গাজার চিত্রের পাশে ম্লান হয়ে যায়। গণহত্যার অপরাধে নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন।’

এরদোয়ান জানান, গাজা, ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেনসহ বিভিন্ন জায়গায় চলমান অমানবিক আগ্রাসন বন্ধে যা কিছু করা সম্ভব, তা করছে তুরস্ক। পাশাপাশি যেকোনো নেতিবাচক পরিস্থিতি ও বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেন সাআর এরদোয়ানের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘তথাকথিত এই সুলতান আবারও উসকানিমূলক বক্তব্য দিয়ে ইসরায়েল ও প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করছেন।’

ইসরায়েল দাবি করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে বলেই তারা হামলা চালাচ্ছে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি গতকাল বুধবার বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ তাঁরা এখনো পাননি।

এদিকে ইসরায়েলের এই অভিযানের কড়া সমালোচনা করে একে অবৈধ ঘোষণা করেছে রাশিয়া। দেশটি সতর্ক করেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প