হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হামাস ও হিজবুল্লাহর শোক প্রকাশ

আজকের পত্রিকা ডেস্ক­

পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে হামাস জানায়, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের সঙ্গে একত্রে ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

এদিকে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ‘পোপ ফ্রান্সিস শান্তির প্রতি বিশ্বাসী ছিলেন। তিনি যুদ্ধবিরোধী, ভালোবাসা ও সহনশীলতার বার্তা প্রচার করেছেন। ধর্ম, সভ্যতা ও জাতির মধ্যে সংলাপ গড়ে তোলার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।’

বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পোপের অবস্থানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হিজবুল্লাহ জানায়, ‘তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসানের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার নিন্দা, মানবিক সহায়তার দাবি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান ছিল তাঁর সাহসী ও মানবিক অবস্থানের নিদর্শন।’

লেবাননের খ্রিষ্টানদের উদ্দেশে হিজবুল্লাহ আরও বলে, পোপ ফ্রান্সিস লেবাননকে ‘একটি গুরুত্বপূর্ণ বার্তার দেশ’ বলে আখ্যা দিয়েছিলেন। এই বার্তার আলোকে জাতিগত বিভেদ ভুলে ঐক্য ও সহাবস্থানের পথে লেবানিজ জনগণকে এগিয়ে যেতে হবে।

৮৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় বলে ভ্যাটিকান সূত্রে জানানো হয়। তিনি ছিলেন লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম ক্যাথলিক ধর্মগুরু।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে