হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে নারীর পোশাকে গ্রেপ্তার হলেন পুরুষ, হতে পারে সাজা

রাজধানী রিয়াদে নারীর বেশ ধারণ করায় এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ। আজ রোববার দেশটির সাধারণ জননিরাপত্তা অধিদপ্তরের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, একটি ভিডিও ক্লিপে গণপরিবহনে নারীর পোশাক পরিধান করে একজন পুরুষকে ছদ্মবেশ ধারণ করতে দেখে টহল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর পোশাকসহ গ্রেপ্তার ব্যক্তির ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বিবৃতি প্রদান করে সৌদি জননিরাপত্তা অধিদপ্তর। 

সৌদি দণ্ডবিধি অনুযায়ী, কোনো ব্যক্তি বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করে প্রকাশ্যে এলে তাঁর তিন বছরের কারাদণ্ড হতে পারে। বিশেষ করে, কোনো পুরুষ নারীর পোশাক পরিধান করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়। 

২০১৯ সালে ‘পাবলিক ডেকোরাম কোড’ নামে একটি আইন প্রয়োগ শুরু করেছিল সৌদি কর্তৃপক্ষ। এই আইনের অধীনে মানুষের অসদাচরণকে আপত্তিকর বা বিপজ্জনক হিসেবে গণ্য করে জরিমানা এবং কারাদণ্ডের শাস্তি অন্তর্ভুক্ত করা হয়। এই আইনের আওতায় জনসমক্ষে অনুপযুক্ত পোশাক পরা, অনৈতিক আচরণ করা এবং আবাসিক এলাকায় উচ্চ স্বরে সংগীত বাজানো নিষিদ্ধ করা হয়েছে। আইনটি লঙ্ঘনের ধরনের ওপর নির্ভর করে অপরাধীদের ৫০ থেকে ৩ হাজার রিয়েল পর্যন্ত জরিমানাও হতে পারে। 

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ব্যাপক অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে নানা উদার নীতি গ্রহণ করেছে। তারপরও দেশটিতে পুরুষ ও নারীদের শালীন পোশাক পরিধানের বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি জনসমক্ষে ভালোবাসা দেখানো এবং অশ্লীল ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার