হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে শেষ হলো ‘প্রথম বাংলাদেশি আম উৎসব’, বিক্রি ৭০ টন

আজকের পত্রিকা ডেস্ক­

কাতারে চলছে বাংলাদেশি আম উৎসব। ছবি: সংগৃহীত

কাতারের সৌক ওয়াকিফে অনুষ্ঠিত বাংলাদেশি আমের উৎসব ‘আল হামরা এক্সিবিশন’-এর প্রথম আসর গতকাল সোমবার শেষ হয়েছে। ছয় দিনের এই উৎসবে প্রায় ৭০ টন আম বিক্রি হয়েছে বলে জানিয়েছে সৌক ওয়াকিফ কর্তৃপক্ষ।

কাতারি সংবাদমাধ্যম গালফ টাইমসের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার সব টাটকা আম বিক্রি হয়ে যাওয়ার পর মেলা শেষের ঘোষণা দেওয়া হয়। প্রথমে উৎসবটি মঙ্গলবার পর্যন্ত চলার কথা ছিল।

সৌক ওয়াকিফ কর্তৃপক্ষের হিসাব অনুসারে, এবারের আম উৎসবে প্রায় ১ লাখ দর্শনার্থী এসেছিলেন। আল রাইয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে উৎসবের প্রধান তত্ত্বাবধায়ক খালিদ সাইফ আল-সুয়াইদি জানান, উৎসবের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের মধ্যে দারুণ সাড়া পাওয়া গেছে।

সৌক ওয়াকিফের পূর্ব চত্বরে আয়োজিত এই উৎসবে বাংলাদেশি ২০ জাতের আম প্রদর্শন ও বিক্রি করা হয়।

প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিস (পিইও) এবং কাতারে বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে আম ছাড়াও বাংলাদেশ থেকে আনা বিভিন্ন আমজাতীয় পণ্য এবং তাজা ফলমূল বিক্রি হয়।

উৎসবে আম্রপালি, ল্যাংড়া, কাটিমন, ক্ষীরসাপাতি, ফজলি, গোপালভোগ, হাঁড়িভাঙা, লেইম আম, কলা আম, হিমসাগর এবং লক্ষ্মণভোগসহ বাংলাদেশের জনপ্রিয় নানা জাতের আম প্রদর্শিত হয়।

এ ছাড়া লিচু, কাঁঠাল, ড্রাগন ফল, পেয়ারাসহ বুবি ফল (বাকুরিয়া মোটলেয়ানা) এবং আনারসও বিক্রি হয়।

আল-সুয়াইদি আরও জানান, সৌক ওয়াকিফে আগামী ১০ জুলাই শুরু হবে পাকিস্তানি আমের উৎসব।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র