হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় লেবাননের সেনা নিহত, বিদ্যুৎহীন দুই শহর

লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলায় অন্তত ১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজা-সংকট শুরু হওয়ার পর এই প্রথম কোনো লেবাননের সেনা নিহত হলেন ইসরায়েলি হামলায়। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী লেবাননের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া এই হামলায় লেবাননের দুই শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। 

লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর মধ্যে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এনএনএ জানিয়েছে, লেবাননের টায়ার জেলার শিহিন আল-জুবিনসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরের আশপাশের এলাকায় ইসরায়েল গোলা হামলা চালিয়েছে। 
 
লেবাননের ওই সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আইতা আল-শাব শহরের উপকণ্ঠে আঘাত হানে এবং আলমা আল-শাব ও মারওয়াহিন শহরে বোমা নিক্ষেপ করে। এ ছাড়া নাকোরার পূর্বে লাবুনা এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে 

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল মঙ্গলবার বলেছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে চারটি ইসরায়েলি সামরিক অবস্থান ও সৈন্য সমাবেশ লক্ষ্যে করে হামলা চালিয়েছে এবং এসব হামলায় হতাহত হয়েছে বলেও দাবি করেছে। 

অন্যদিকে, ইসরায়েলি হামলায় লেবাননের দুটি শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহর দুটি হলো দায়ের এল-মিমাস ও কারফ কিলা। ইসরায়েলি বিমান হামলায় বিদ্যুৎ সরবরাহকারী সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলে শহর দুটি অন্ধকারে পতিত হয়।

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না