হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় লেবাননের সেনা নিহত, বিদ্যুৎহীন দুই শহর

লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলায় অন্তত ১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজা-সংকট শুরু হওয়ার পর এই প্রথম কোনো লেবাননের সেনা নিহত হলেন ইসরায়েলি হামলায়। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী লেবাননের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া এই হামলায় লেবাননের দুই শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। 

লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর মধ্যে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এনএনএ জানিয়েছে, লেবাননের টায়ার জেলার শিহিন আল-জুবিনসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরের আশপাশের এলাকায় ইসরায়েল গোলা হামলা চালিয়েছে। 
 
লেবাননের ওই সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আইতা আল-শাব শহরের উপকণ্ঠে আঘাত হানে এবং আলমা আল-শাব ও মারওয়াহিন শহরে বোমা নিক্ষেপ করে। এ ছাড়া নাকোরার পূর্বে লাবুনা এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে 

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল মঙ্গলবার বলেছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে চারটি ইসরায়েলি সামরিক অবস্থান ও সৈন্য সমাবেশ লক্ষ্যে করে হামলা চালিয়েছে এবং এসব হামলায় হতাহত হয়েছে বলেও দাবি করেছে। 

অন্যদিকে, ইসরায়েলি হামলায় লেবাননের দুটি শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহর দুটি হলো দায়ের এল-মিমাস ও কারফ কিলা। ইসরায়েলি বিমান হামলায় বিদ্যুৎ সরবরাহকারী সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলে শহর দুটি অন্ধকারে পতিত হয়।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার