হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আশার আলো নেই গাজার যুদ্ধবিরতি নিয়ে, আলোচনা শেষ

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোতে চলমান আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল তাও নিভে গেল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে কায়রোতে পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফাহ ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।

ইসরায়েল জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে হামাসের প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে আপত্তি জমা দিয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি প্রয়োজন হয়, আমরা আমাদের নখর দিয়ে লড়াই করব। তবে আমাদের নখ ব্যবহারের প্রয়োজন হবে না, তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের আছে।’

এদিকে, ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল কান নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে—জিম্মি বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘সমাধান অযোগ্য ব্যবধান’ আছে। সূত্র গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, ‘ইসরায়েলি প্রতিনিধিদল কায়রো ত্যাগ করে এরই মধ্যে নিজ দেশে পৌঁছেছে।’

এর আগে গত ৬ মে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তবে ইসরায়েল সে সময়ও বলেছিল যে, তারা এই প্রস্তাব মানে না। কারণ, এই প্রস্তাব ইসরায়েলের মৌলিক শর্তগুলো পূরণ করে না।

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগযোগ বিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক

বিক্ষোভের মধ্যে ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স

ইরান চালায় কারা, কীভাবে