হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় হামাসের হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত 

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিরোধের মুখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক এক ব্রিগেডের কমান্ডার কর্নেল আহসান দাকসা নিহত হয়েছে। গতকাল রোববার হামাসের হামলায় নিহত হন দাকসা। আইডিএফ তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজার একটি অঞ্চলে নিকটবর্তী এলাকা পরিদর্শনের জন্য ট্যাংক থেকে বের হয়েছিলেন আহসান দাকসা। বের হওয়ার মাত্রই তিনি এক বিস্ফোরক হামলার শিকার হন। এই হামলায় ইসরায়েলের আরও ২ সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছেন হ্যাগারি। 

কর্নেল আহসান দাকসা (৪১) ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের সদস্য। গাজায় দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত সবচেয়ে উচ্চ পদের সামরিক কর্মকর্তা হলেন আহসান দাকসা। 

আহসান দাকসার নিহত হওয়ার ব্যাপারে ড্যানিয়েল হ্যাগারি আরও জানান, তাঁকে মাত্র চার মাস আগেই ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ৪০১ তম আর্মার্ড ব্রিগেডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তারপর থেকেই তিনি গাজার জাবালিয়া শরণার্থীশিবির অঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। 

আহসান দাকসা ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে ২০০৬ সালের লেবানন যুদ্ধেও অংশ গ্রহণ করেছিলেন। মার্কিন থিংক ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) মতে, হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ষষ্ঠ আইডিএফ কর্নেল হলেন আহসান দাকসা। এর আগে, হামাসের আক্রমণে আর্মার্ড কোরের ৫৩ তম ব্যাটালিয়নের আরেক দ্রুজ লে. কর্নেল সালমান হাবাকাও গত নভেম্বরে নিহত হন। 

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ দাকসাকে ‘নায়ক’ বলে অভিহিত করে বলেছেন, তাঁর মৃত্যু, 2023 সালের ২৭ অক্টোবর থেকে গাজায় ৩৫৮ তম ইসরায়েলি সেনার মৃত্যু। এই মৃত্যু ইসরায়েল এবং ইসরায়েলি সমাজের জন্য ক্ষতি। 

দাকসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তও। তিনি বলেছেন, ‘ইসরায়েল রাষ্ট্র একজন সাহসী এবং সাহসী কমান্ডারকে হারাল, একজন নেতা যিনি আমাদের জাতির নিরাপত্তার জন্য তার জীবন ও কাজকে উৎসর্গ করেছিলেন। আহসানের চরিত্র, আমাদের স্বদেশের প্রতি তার ভালোবাসা, তার সৃজনশীলতা এবং উদ্যোগের নির্ভীক বোধের সঙ্গে মিলিত হয়ে, তাকে তার সৈন্য এবং কমান্ডারদের জন্য একটি আদর্শ এবং গর্বের উৎস করে তুলেছে।’

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার