ইসরায়েলের বীরশেভা শহরের সোরোকা হাসপাতাল হামলার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইরানের সব ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ‘নির্ভুল’ এবং কেবলমাত্র সেইসব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় সরাসরি জড়িত অথবা সহায়তাকারী।’
এর আগে ইসরায়েলের উপ–পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, সোরোকা হাসপাতালে ইরানের হামলা ছিল ‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধমূলক’।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বীরশেভায় ইসরায়েলি একটি সামরিক কমান্ড ঘাঁটিতে ইরানের হামলার ‘ব্লাস্ট ওয়েভ’– এর কারণে হাসপাতালের কিছু অংশে সামান্য ক্ষতি হতে পারে। তার ভাষায়, ‘এটি ছিল সেনাঘাঁটিতে আঘাতের পার্শ্বপ্রতিক্রিয়া, সরাসরি লক্ষ্যবস্তু নয়।’
এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো, যখন ইরান-ইসরায়েল যুদ্ধ আরও জটিল ও বিতর্কিত হয়ে উঠছে। বেসামরিক স্থাপনায় হামলার প্রশ্নে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, যদিও ইরান ও ইসরায়েল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।