হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের পর গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধ রাখতে চায় ইসরায়েল

গাজায় চলমান যুদ্ধের পর সেখানে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী সংস্থা ইউএনআরডব্লিউএয়ের কার্যক্রম বন্ধ রাখতে চাইবে ইসরায়েল। আজ শনিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইউএনআরডব্লিউএয়ের একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগ করেছে ইসরায়েল। এরপরই পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে গাজায় ইউএনআরডব্লিউএয়ের কার্যক্রম বন্ধ রাখার ইচ্ছের কথা জানান।

পোস্টে ইসরায়েল কাটজ বলেন, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ইউএনআরডব্লিউএ যেন অঞ্চলটির অংশ হতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য। তিনি আরও বলেন, এ ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্য প্রধান দাতাদের কাছ থেকেও সমর্থন আদায়ের চেষ্টা করবেন।

ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএয়ের একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগের পর কয়েকটি দেশ সংস্থাটিতে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। 

আজ শাব্বাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছি, ইউএনআরডব্লিউএ শরণার্থী ইস্যুকে বাঁচিয়ে রেখে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা গাজায় হামাসের বেসামরিক বাহিনী হিসেবে কাজ করে।’

তিনি আরও বলেন, ‘ইউএনআরডব্লিউএ কোনো সমাধান নয়। এর অনেক কর্মীই হামাসের মতো খুন ও সন্ত্রাসের মতাদর্শী। তারা সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার মাধ্যমে হামাসের কর্তৃত্ব বজায় রাখার কাজ করে।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে ইউএনআরডব্লিউএয়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

হামাস আজ ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির নিন্দা জানিয়েছে। সে সঙ্গে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে হুমকি ও ব্ল্যাকমেল না করারও আহ্বান জানিয়েছে তারা।

এদিকে, আজ ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সাংবাদিকদের এই অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সংস্থাটি ইতিমধ্যে অভিযোগ আসা কর্মীদের চাকরিচ্যুত করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বা কয়জন কর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে—সে ব্যাপারে বলেননি লাজারিনি।

পাশাপাশি, গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে এই কর্মীদের কী ধরনের সংশ্লিষ্টতা ছিল, সে সম্পর্কেও কোনো মন্তব্য করেননি তিনি।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার