হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মাহসা আমিনির পরিবারকে হত্যার হুমকি

পুলিশের হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি ইরানে চলমান বিক্ষোভে অংশ না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মাহসার চাচাতো ভাই ইরফান মোরতেজাই। 

বিবিসিকে ইরফান বলেন, ‘আমাদের পরিবার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর চাপের মধ্যে রয়েছে। তাই আমরা বিদেশি কোনো মানবাধিকার সংস্থা বা চ্যানেলের সঙ্গে কথা বলি না এবং বাইরের দেশের কাউকে মাহসার মৃত্যু সম্পর্কে কিছু বলি না।’ 

ইরফান বলেন, ‘কর্মকর্তারা আমাদের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়েছেন এবং পরিবারের সদস্যদের বলেছেন, যদি তাঁরা বিক্ষোভে অংশ নেন, তবে তাঁদের হত্যা করা হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি নিজেও ফোনে অনেক হুমকি পাচ্ছি। আমাকে শহরে দেখলে অপহরণ করে মেরে ফেলবে বলে হুমকি দেন তাঁরা।’ 

মাহসা ও তাঁর পরিবার কুর্দি বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করছে ইরান সরকার। তবে মাহসার বাবা ও চাচা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। 

মাহসার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে ইরফান বলেন, ‘মাহসা তাঁর ২২ বছরের জীবনে কখনো ইরানের বাইরে পা রাখেনি। সে ছিল সংস্কৃতিমনা। মাহসা কোনো রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল না।’ 

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন। পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ। 

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান