হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ

আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতীয় দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানী জেরুজালেমের আল-আকসায় পতাকা মিছিল বের করে শত শত ইসরায়েলি। এর আগেই আল-আকসা প্রাঙ্গণে অবস্থান নেন ফিলিস্তিনি মুসল্লিরা। মিছিল শুরুর আগে আল-আকসায় ফিলিস্তিনিদের তালাবদ্ধ করে রাখে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে, পুলিশ স্টান গ্রেনেড ছুড়ে জবাব দেয়। ইসরায়েলি পতাকা হাতে মিছিলকারীদের অধিকাংশই ছিল যুবক। তাঁরা ফিলিস্তিনি আন্দোলনকারীদের দেখে টিটকারি করছিল, হাততালি দিচ্ছিল এবং ইসরায়েলি পতাকা হাতে জাতীয় সংগীত পরিবেশন করছিল। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ১৮ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক ও ফটোগ্রাফারদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাঁদেরকেও গ্রেপ্তারের করার হুমকি দেওয়া হয়। ইসরায়েলি পতাকা নিয়ে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে উগ্র-ডানপন্থী ইহুদিদের প্রবেশের এই ঘটনা নতুন করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ উসকে দিতে পারে। নতুন করে সংঘাত শুরু হতে পারে। 

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এসব দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এবং এর পরিণতির জন্য ইসরায়েল সরকার সম্পূর্ণরূপে দায়ী থাকবে।’ 

উল্লেখ্য, জাতীয় দিবস উপলক্ষে আল-আকসায় পতাকা মিছিল করে ইসরায়েল। ইসরায়েল ১৯৬৭ সালের এই দিনে পূর্ব জেরুজালেম দখলে নেয়। সেটি উদযাপনের উদ্দেশ্যেই এই পতাকা মিছিল। উগ্র ডানপন্থী ইহুদিরা ওল্ড সিটির মুসলিম কোয়ার্টারের সরু রাস্তায় ইসরায়েলি পতাকা হাতে প্রতি বছর এ ধরনের সমাবেশ করে থাকে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের