হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ

আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতীয় দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানী জেরুজালেমের আল-আকসায় পতাকা মিছিল বের করে শত শত ইসরায়েলি। এর আগেই আল-আকসা প্রাঙ্গণে অবস্থান নেন ফিলিস্তিনি মুসল্লিরা। মিছিল শুরুর আগে আল-আকসায় ফিলিস্তিনিদের তালাবদ্ধ করে রাখে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে, পুলিশ স্টান গ্রেনেড ছুড়ে জবাব দেয়। ইসরায়েলি পতাকা হাতে মিছিলকারীদের অধিকাংশই ছিল যুবক। তাঁরা ফিলিস্তিনি আন্দোলনকারীদের দেখে টিটকারি করছিল, হাততালি দিচ্ছিল এবং ইসরায়েলি পতাকা হাতে জাতীয় সংগীত পরিবেশন করছিল। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ১৮ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক ও ফটোগ্রাফারদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাঁদেরকেও গ্রেপ্তারের করার হুমকি দেওয়া হয়। ইসরায়েলি পতাকা নিয়ে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে উগ্র-ডানপন্থী ইহুদিদের প্রবেশের এই ঘটনা নতুন করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ উসকে দিতে পারে। নতুন করে সংঘাত শুরু হতে পারে। 

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এসব দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এবং এর পরিণতির জন্য ইসরায়েল সরকার সম্পূর্ণরূপে দায়ী থাকবে।’ 

উল্লেখ্য, জাতীয় দিবস উপলক্ষে আল-আকসায় পতাকা মিছিল করে ইসরায়েল। ইসরায়েল ১৯৬৭ সালের এই দিনে পূর্ব জেরুজালেম দখলে নেয়। সেটি উদযাপনের উদ্দেশ্যেই এই পতাকা মিছিল। উগ্র ডানপন্থী ইহুদিরা ওল্ড সিটির মুসলিম কোয়ার্টারের সরু রাস্তায় ইসরায়েলি পতাকা হাতে প্রতি বছর এ ধরনের সমাবেশ করে থাকে।

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি

সিরিয়ায় বাশারের পতনের ১ বছর: স্বপ্ন কিছুটা সত্যি, এখনো অনেক কাজ বাকি

৫৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এবার দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠক হবে ট্রাম্প-নেতানিয়াহুর

গাজার অর্ধেক ইসরায়েলের নিয়ন্ত্রণেই রাখার ইঙ্গিত সেনাপ্রধানের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের দিকে বড় অগ্রগতি: আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা নিয়ে ইসরায়েল–হামাসের মতভেদ

হিজাব ছাড়াই ম্যারাথনে দৌড়ালেন নারীরা—ইরানে ২ আয়োজক গ্রেপ্তার

ইসরায়েলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র পরিত্যাগ করবে হামাস

ইসরায়েলের অস্ত্র মেলায় ইউরোপ-এশিয়ার ক্রেতাদের ভিড়, বিজ্ঞাপনে গাজা যুদ্ধ