হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৬,৪২২

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬,৪২২ ফিলিস্তিনি নিহত এবং ৬৫,০৮৭ জন আহত হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২৯০ জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাঁদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সতর্ক করে বলেছে যে, খান ইউনিসের অবরুদ্ধ আল-আমাল হাসপাতালে চিকিৎসা দলগুলো অক্সিজেনের ঘাটতির কারণে অস্ত্রোপচার করতে পারছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ গাজায় স্থল অভিযানের সঙ্গে সঙ্গে হাসপাতালেও আক্রমণ জোরদার করেছে।

এদিকে, ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে সংস্থাটি।

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সংস্থাটিতে অর্থায়ন স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও স্কটল্যান্ড।

গাজায় গণহত্যা থামানোর জন্য ব্যবস্থা নিতে ইসরায়েলকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু এখন পর্যন্ত এই নির্দেশে কর্ণপাত করেনি ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।

স্থানীয় সময় গতকাল শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ২০ হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসেন। যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন তাঁরা। রয়টার্স জানিয়েছে, একই ধরনের বিক্ষোভ হয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটায়।

গাজা শাসনে ট্রাম্পের শান্তি পরিষদে থাকছেন নেতানিয়াহুও

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ