হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ

সৌদিতে প্রতিদিন হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে কোভিড টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। এক টুইটবার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটে তিনি লিখেছেন, আমার আন্তরিক পরামর্শ, করোনা সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করুন। আপনার স্বাস্থ্য ও সুরক্ষার জন্য ভ্যাকসিন নিন। এ পর্যন্ত বিশ্বে ৯৫০ মিলিয়ন ডোজের বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। এসব ভ্যাকসিন উচ্চস্তরের সুরক্ষা ও কার্যকারিতা দেখিয়েছে।

করোনায় বিশ্বে ৩০ লাখের বেশি লোক মারা গেছে ও ১০০ কোটিরও বেশি মানুষ এর প্রভাবে ভুগছে বলেও উল্লেখ করেন আল-রাবিয়াহ।

আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিওলজি ও নিবিড় পরিচর্যা বিভাগের অধ্যাপক নাসের তৌফিক বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য রমজানের আগের সপ্তাহগুলোতে করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায় রয়েছে।

আল-আখবার চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনের করোনা সংক্রমণে পার্থক্য সৃষ্টির সর্বোত্তম উপায় ভ্যাকসিন। সবাইকে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। প্রতিদিনের করোনা সংক্রমণ সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেলে সরকার গুরুতর সমালোচনায় পড়বে বলেও তিনি মনে করেন।

এ পর্যন্ত সৌদিতে ৪ লাখ ৯ হাজার ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৬ হাজার ৮৬৯ জন, সুস্থ হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৪৮ জন। গতকাল বৃহস্পতিবার নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫ জন।

গাজা শাসনে ট্রাম্পের শান্তি পরিষদে থাকছেন নেতানিয়াহুও

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ