হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ত্রাণ না ঢুকলে ৪৮ ঘণ্টায় মরতে পারে ১৪ হাজার শিশু: জাতিসংঘ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘ সতর্ক করে বলেছে, পর্যাপ্ত ত্রাণ প্রবেশ না করলে গাজায় আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে। ছবি: আনাদোলু

ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি বিধ্বস্ত হয়ে আছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা। এরই মধ্যে অঞ্চলটিতে গত প্রায় দেড় মাস ধরে কোনো ত্রাণসহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষ ও অনাহারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় পর্যাপ্ত ত্রাণ না প্রবেশ করলে ১৪ হাজার শিশু মারা যেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছেন, সোমবার গাজায় পাঁচটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে তিনি বলেছেন, এটি ‘সমুদ্রের এক ফোঁটা পানির’ মতো। তিনি বলেন, ত্রাণবাহী লরিগুলো গাজায় ঢুকলেও সেগুলো সীমান্তের ওপারেই আছে, এখনো ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছায়নি।

ফ্লেচার জানিয়েছেন, ট্রাকগুলোতে ‘শিশুদের খাবার ও পুষ্টিসামগ্রী’ রয়েছে। তিনি আশঙ্কা করছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ না পৌঁছালে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে। এর আগে, গত রোববার ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করে, যা ১১ সপ্তাহের অবরোধের সমাপ্তি ঘটায়। ইসরায়েল জানায়, অবরোধের উদ্দেশ্য ছিল হামাসের ওপর চাপ সৃষ্টি করা।

ইসরায়েল ত্রাণসহায়তা নিশ্চিতে যথেষ্ট কাজ করেনি উল্লেখ করে সোমবার সন্ধ্যায় ফ্লেচার বলেন, ‘আজ আমাদের ৯টি ট্রাক কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি পেয়েছে। তবে এটি জরুরি প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা মাত্র এবং আগামীকাল সকাল (আজ মঙ্গলবার) থেকেই গাজায় উল্লেখযোগ্য পরিমাণে আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে।’

জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, ‘গাজায় এখন যে সীমিত পরিমাণে ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে, তা অবশ্যই চরম দুর্দশার মধ্যে থাকা বেসামরিক নাগরিকদের জন্য অবাধ প্রবেশাধিকারের বিকল্প নয়...লুটপাট কমাতে হলে নিয়মিত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং মানবিক কর্মীদের একাধিক পথ ব্যবহারের অনুমতি দিতে হবে। বাণিজ্যিক পণ্য মানবিক সহায়তার পরিপূরক হওয়া উচিত।’

ফ্লেচার আবারও বলেছেন, ‘ত্রাণ না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।’ তিনি বলেন, ‘আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ১৪ হাজার শিশুর মধ্যে যতজনকে সম্ভব বাঁচাতে চাই।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের গাজা উপত্যকাকে মানবিক সাহায্য দিয়ে ভাসিয়ে দিতে হবে।’ যখন বিবিসির টুডে প্রোগ্রামের আনা ফোস্টার বলেন যে, ১৪ হাজার সংখ্যাটি ‘অসাধারণ একটি সংখ্যা’। জবাবে ফ্লেচার বলেন এটি ‘পুরোপুরি হিমশীতল করা’ সংখ্যা।

তিনি বলেন, ‘কিন্তু এটাই আমাদের কাজ, আমরা চালিয়ে যাব। এটা হতাশাজনক হবে, আমরা বাধাগ্রস্ত হব এবং বিশাল ঝুঁকির সম্মুখীন হব। কিন্তু আমি এই শিশুদের খাবার ভেতরে পাঠানোর চেয়ে ভালো কোনো উপায় দেখছি না।’

বিবিসির আনা ফোস্টার টম ফ্লেচারকে জিজ্ঞাসা করেন যে, জাতিসংঘের হিসেব অনুযায়ী কীভাবে জানা গেল যে ১৪ হাজার শিশুর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও সাহায্য ছাড়া মৃত্যু হতে পারে? তিনি বলেন, ‘আমাদের মাঠে শক্তিশালী দল রয়েছে এবং তাদের অনেকেই নিহত হয়েছেন কাজ করতে গিয়ে।’ তবে তিনি বলেন, ‘আমাদের এখনো অনেক লোক মাঠে আছে। তারা মেডিকেল সেন্টারগুলোতে, স্কুলে...প্রয়োজনের মূল্যায়ন করার চেষ্টা করছে।’

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

বিক্ষোভে উত্তাল ইরান, নির্বাসিত রেজা পাহলভিকে সাক্ষাৎ দেবেন না ট্রাম্প

বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বৈধতার সংকটে ইরানের শাসকগোষ্ঠী

ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এক দিনে আরও ১৪ জনকে হত্যা করেছে ইসরায়েল

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

ইরান বিক্ষোভের কেন্দ্রভূমি হয়ে উঠল ইলম

সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে ইরানিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে দেশজুড়ে

পালিয়ে গেছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা, সৌদিতে সংলাপে গিয়ে উধাও তাঁর গোষ্ঠীর নেতারা

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান