হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় বাফার জোন হবে ফিলিস্তিনিদের প্রতি অসম্মান: এরদোয়ান

ইসরায়েল-হামাস যুদ্ধ শেষে গাজায় ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনা নাকচ করে দিয়েছে তুরস্ক। আজ বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, গাজায় ‘বাফার জোন’ তৈরি ফিলিস্তিনিদের জন্য অসম্মানজনক।

গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি আরব দেশ ও তুরস্ককে বাফার জোন তৈরির পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ভাষ্যমতে, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই বাফার জোন ভবিষ্যতে হামাস ও অন্য সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে।

দোহার ফ্লাইটে থাকাকালীন এরদোয়ান সাংবাদিকদের বলেন, গাজার শাসন ও যুদ্ধের পর নিজেদের ভবিষ্যৎ শুধু ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে।

এরদোয়ানের কার্যালয় তাঁকে উদ্ধৃত করে বলে, ‘আমি এ পরিকল্পনা নিয়ে বিতর্ক করাকেও আমার ফিলিস্তিনি ভাইবোনদের জন্য অসম্মানজনক বলে মনে করি। আমাদের কাছে এটি এমন কোনো পরিকল্পনা নয় যা নিয়ে বিতর্ক, বিবেচনা বা আলোচনা করা যেতে পারে।’

ইসরায়েলকে দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে দেওয়ার এবং ওই অঞ্চলগুলোতে বসতি স্থাপন বন্ধ করার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনের বাড়ি ও জমিগুলো থেকে সন্ত্রাসীদের সরিয়ে ফেলতে হবে—যাদের তারা বসতি স্থাপনকারী হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে। তাদের ভাবতে হবে, কীভাবে ফিলিস্তিনিদের সঙ্গে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা যায়।’

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। ইসরায়েল-ফিলিস্তিন সংকট মোকাবিলায় তুরস্ক মূলত দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করে এবং দেশটি বেশ কয়েকজন হামাস নেতাদেরও আশ্রয় দিয়েছে।  

এরদোয়ান বলেন, ‘ইসরায়েল পশ্চিমাদের “অবাধ্য সন্তানে” পরিণত হয়েছে।’ মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থনকে দায়ী করেন তিনি।

ইসরায়েলি কর্তৃপক্ষ অন্য দেশে হামাস সদস্যদের খুঁজে বের করতে চায়—এমন সংবাদ সম্পর্কে এরদোয়ানের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘তুরস্কে এমন কোনো অভিযান চালানো হলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে।’

তিনি বলেন, ‘যদি তারা এ ধরনের কোনো ভুল করে, তবে তাদের জানা উচিত যে এর জন্য খুব উচ্চমূল্য দিতে হবে।’

তুরস্ক ও কাতার গাজা পুনর্গঠন করতে চায় বলে জানিয়েছেন এরদোয়ান। শান্তি সম্মেলন আয়োজন করতে প্রস্তুত তুরস্ক।

ইরানে বিক্ষোভকারীরা ‘আল্লাহর শত্রু’, শাস্তি দেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

ইসরায়েলি সংবাদমাধ্যম ও মার্কিন সিনেটের কথায় ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের ইঙ্গিত

আমিরাত-সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে দক্ষিণাঞ্চল কেড়ে নেওয়ার ঘোষণা সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, মন্তব্য খামেনির

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর