হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের পশ্চিম তীরের গভর্নরদের বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস 

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অধিকৃত পশ্চিম তীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন। স্বায়ত্তশানে ব্যর্থতা ও ফিলিস্তিনিতের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের লক্ষে গতকাল বৃহস্পতিবার আব্বাস এ পদক্ষেপ নিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিম এলাকায় ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আটটি প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস। এদের মধ্য রয়েছেন নাবলুস, জেনিন ও তুলকারেম, কালকিলিয়া, বেথলেহেম, হেব্রন, তুবাস এবং জেরিকো গভর্নরেরা। 

এসব এলাকায় সম্প্রতি ‘জেনিন ব্রিগেডে’র উত্থান হয়েছে, এই বাহিনী মাহমুদ আব্বাসের নীতিকে অবজ্ঞা করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। 

বরখাস্ত করা গভর্নরদের স্থলে নতুন গর্ভনর নিয়োগের জন্য একটি কমিটি গঠন করেছেন মাহমুদ আব্বাস। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর দায়িত্বে বহাল রয়েছেন।

তবে গভর্নরদের বরখাস্ত করা হলেও বাস্তব অবস্থার কোনো উন্নতি হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ফিলিস্তিনিদের তেমন কোনো সমর্থন নেই। এ ছাড়া ইসরাইলের কট্টর ডানপন্থি সরকার নানা বিধিনিষেধ আরোপ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা আরও কমিয়ে দিয়েছে।

আব্বাস তার ডিক্রির মাধ্যমে গাজা উপত্যকার চার গভর্নরকেও বরখাস্ত করেছেন। তবে এর বাস্তব কোনো প্রভাব নেই। কারণ ২০০৭ সালে হামাস উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানে আব্বাসের শাসনক্ষমতা কেবল প্রতীকীভাবেই রয়েছে।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল