হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে ‘সত্য উন্মোচন’ করবেন বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি নেতারা এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেটে সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল এক বিবৃতিতে বলেছেন যে, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের যৌথ অধিবেশনে নেতানিয়াহু ভাষণ দেবেন।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘কংগ্রেসের উভয় কক্ষের সামনে ইসরায়েলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে এবং আমেরিকান জনগণ ও সমগ্র বিশ্বের প্রতিনিধিদের কাছে যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ন্যায্য যুদ্ধের সত্যতা তুলে ধরতে পেরে আমি খুবই অনুপ্রাণিত।’

গাজা যুদ্ধের কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর মধ্যে উত্তেজনার মধ্যেই এল ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের খবর। বাইডেন গাজায় ইসরায়েলি অভিযানকে সমর্থন করলেও সম্প্রতি ইসরায়েলের কৌশলের সমালোচনা করে কিছু বোমার চালান আটকে রেখেছেন।

নেতানিয়াহু তার মার্কিন সফরের সময় বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির ইহুদি নেতা চাক শুমার এক পৃথক বিবৃতিতে বলেন যে, নেতানিয়াহুর সঙ্গে তার স্পষ্ট এবং গভীর মতবিরোধ থাকা সত্ত্বেও তিনি এই আমন্ত্রণকে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে আমার স্পষ্ট এবং গভীর মতপার্থক্য রয়েছে, যা আমি ব্যক্তিগত এবং প্রকাশ্য উভয়ভাবেই বলেছি এবং বলা অব্যাহত রাখব। কিন্তু ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক শক্তিশালী—যা একজন ব্যক্তি বা প্রধানমন্ত্রীরও ঊর্ধ্বে। তাই আমি তাকে ভাষণ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

যুদ্ধ অব্যাহত থাকায় এবং গাজায় নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমালোচনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ হাজার ৬৫৪। এ ছাড়া, আহতের সংখ্যা অন্তত ৮৩ হাজার ৩০৯। হতাহতের অধিকাংশই নারী ও শিশু।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান চায় ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’