হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিতসাগরে মার্কিন জাহাজে হামলার দাবি হুতিদের 

লোহিতসাগরে আবারও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আজ সোমবার হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হুতি গোষ্ঠীর মুখপাত্র ও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যে বাল্ক ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে, তার নাম স্টার আইরিস। হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি নৌ-ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। 

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী লোহিতসাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসে বেশ কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং হামলাগুলো নির্ভুল ও সরাসরি ছিল।’ তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।

এর আগে, ৬ ফেব্রুয়ারি ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার পর ফের লোহিতসাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। সেদিন একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করে হুতিরা। 

সে সময় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিতসাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। 

উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিসাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা