হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিতসাগরে মার্কিন জাহাজে হামলার দাবি হুতিদের 

লোহিতসাগরে আবারও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আজ সোমবার হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হুতি গোষ্ঠীর মুখপাত্র ও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যে বাল্ক ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে, তার নাম স্টার আইরিস। হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি নৌ-ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। 

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী লোহিতসাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসে বেশ কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং হামলাগুলো নির্ভুল ও সরাসরি ছিল।’ তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।

এর আগে, ৬ ফেব্রুয়ারি ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার পর ফের লোহিতসাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। সেদিন একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করে হুতিরা। 

সে সময় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিতসাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। 

উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিসাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র