হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে: হাসান নাসরুল্লাহ

লেবাননে গত মঙ্গলবার পেজার বিস্ফোরণের পরই বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, বৃহস্পতিবার তাদের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এই বিষয়ে বক্তব্য দেবেন। তবে এর আগেই গতকাল বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরণের মুখোমুখি হয়েছে সংগঠনটির সদস্যরা। এবার বিস্ফোরিত হয়েছে তাঁদের ওয়াকি-টকিগুলো। তবে পূর্ব নির্ধারিত সময়েই আজ বৃহস্পতিবার একটি টেলিভিশনে এই বিস্ফোরণের বিষয়ে ভাষণ দিয়েছেন নাসরুল্লাহ। দুই দফা বিস্ফোরণের ঘটনাকে তিনি ‘ইসরায়েলি হামলা’ বলে উল্লেখ করেছেন এবং এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেছেন। 

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ভাষণ দিয়েছেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ পিছু হটবে না বলেও উল্লেখ করেন তিনি। 

দুই দফা বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর প্রতিক্রিয়া কী হবে, সেই বিষয়ে নাসরুল্লাহ বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, গাজার নামে যুদ্ধ করেছেন, তাঁদের সবার নামে বলছি, শত্রু নেতানিয়াহু ও গ্যালান্তকেও বলতে চাই, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না। গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধ বাহিনী।’ 

লেবাননে ইলেকট্রিক হামলার প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। গত দুই দিনে দুই মিনিটে পাঁচ হাজার জনকে হত্যার চেষ্টা করেছে তারা। লেবানন শুধু নয়, বিশ্বের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীন।’ 

পেজার এবং ওয়াকিটকি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে নাসরুল্লাহ বলেন, ‘অনেক নিরপরাধ মানুষ ও শিশু এ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রায় চার হাজার পেজারে বিস্ফোরক বসানো হয়েছিল।’ 

এদিকে যখন নাসরুল্লাহর ভাষণ প্রচারিত হচ্ছিল, সেই সময়টিতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহকে ধ্বংস করতে কাজ করছে। তবে লেবাননে ইলেকট্রনিক হামলার অভিযোগ এখনো স্বীকার করেনি ইসরায়েল।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার