হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল, প্রাথমিক সম্মতি হামাসেরও: কাতার 

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। হামাসও প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে গোষ্ঠীটি জানিয়েছে, তারা তিন ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাব এখনো গভীরভাবে খতিয়ে দেখছে। তবে চুক্তির বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিসর, ফ্রান্স ও কাতারের কর্মকর্তাদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, হামাস প্রাথমিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। 

মাজেদ আল-আনসারি বলেন, ‘প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো সফলভাবে একীভূত করা সম্ভব হয়েছে। প্রস্তাবটি ইসরায়েলি পক্ষ অনুমোদন করেছে এবং আমরা হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাবের ব্যাপারে প্রাথমিক ইতিবাচক নিশ্চয়তা পেয়েছি।’ 
 
ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও এবং হামাস প্রাথমিক নিশ্চয়তা দিলেও চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করা হয়নি। হামাস ইতিবাচক মনোভাব দেখানোর পর আমরা এখন তাদের চূড়ান্ত সম্মতির অপেক্ষা করছি। 

মাজেদ আল-আনসারি আরও বলেছেন, ‘আমাদের সামনে আরও দীর্ঘ কঠিন পথ পাড়ি দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘তবে আমরা আশাবাদী। কারণ উভয় পক্ষই এখন সেই প্রেক্ষাপটে সম্মত হয়েছে, যা পরবর্তী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। আমরা আশাবাদী যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এ সম্পর্কে ভালো খবর জানাতে সক্ষম হব।’ 

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ বিষয়টি নিয়ে ইসরায়েল সরকারের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। দেশটির অপর এক সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইসরায়েল এখনো হামাসের তরফ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। ইসরায়েল সরকার আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষা করছে। 

এদিকে হামাসের কর্মকর্তারা বলছেন, তাঁরা এখনো তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি গভীরভাবে নিরীক্ষা করছেন। গোষ্ঠীটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, ‘হামাস প্যারিস যুদ্ধবিরতির প্রস্তাব হাতে পেয়েছে। তবে আমরা কোনো পক্ষের কাছে প্রতিক্রিয়া জানাইনি। আমরা এখনো এটি গভীরভাবে নিরীক্ষা করছি।’ 

হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা তাহের আল-নোনো বলেছেন, ‘আমরা বলছি না যে, শান্তি আলোচনার বর্তমান পর্যায়ে কোনো ফলাফল নেই এবং একই সঙ্গে আমরা এটাও বলছি না যে, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।’ 

ফিলিস্তিনের একটি সূত্র লেবাননের আল-মায়েদিন সম্প্রচারমাধ্যমকে জানিয়েছেন, কাতার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ ও মেনে নেওয়ার কথা বলে মূলত একটি অকালপক্ব কাজ করেছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের