হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বর্তমানে আমাদের আলোচনার বিষয় নয়। এ নিয়ে কোনো সমঝোতা হয়নি, এমনকি আলোচনা শুরু করার প্রসঙ্গও ওঠেনি।’

আরাঘচি জানান, ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালানোর আগপর্যন্ত দেশটি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ছিল। কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র ‘ভিন্ন পথ’ অবলম্বন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা কূটনৈতিক প্রচেষ্টার সরাসরি বিশ্বাসঘাতকতা। আমরা যখন আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী ছিলাম, তখন তারা বোমাবর্ষণ করেছে।’

আরাঘচি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হয়েছে। বিশেষ করে নাতাঞ্জ, ফোরদো ও ইস্পাহানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২২ জুন যুক্তরাষ্ট্র এই তিন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনাধীন রয়েছে। তিনি বলেন, ‘এখনই বলা যাচ্ছে না, আলোচনার পরিস্থিতি আছে। এই মুহূর্তে আমরা কেবল আমাদের জনগণের অধিকার রক্ষার দৃষ্টিকোণ থেকে পদক্ষেপ নিচ্ছি।’

প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েল প্রথম ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ২৪ জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে এই লড়াই সাময়িকভাবে বন্ধ হয়েছে।

যদিও সরাসরি আলোচনা এখন অগ্রহণযোগ্য বলে জানিয়েছে তেহরান, তবে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ‘আমরা কূটনীতিকে এখনও গুরুত্ব দিচ্ছি। তবে আলোচনা হবে কি না, তা আমাদের স্বার্থ বিবেচনায় নির্ধারিত হবে।’

আরাঘচি আরও বলেন, ‘আমাদের আত্মরক্ষা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আর যারা পরমাণুবিজ্ঞানীদের হত্যা করে, তারা যদি ভাবে জ্ঞান মুছে ফেলা যায়, তারা ভুল করছে। জ্ঞান কখনোই মরে না।’ এই অবস্থান ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্রের যেকোনো একতরফা ঘোষণার বিপরীতে ইরান তাদের জাতীয় স্বার্থ ও সম্মান অক্ষুণ্ণ রাখার দিকেই নজর দিচ্ছে।

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা