হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বর্তমানে আমাদের আলোচনার বিষয় নয়। এ নিয়ে কোনো সমঝোতা হয়নি, এমনকি আলোচনা শুরু করার প্রসঙ্গও ওঠেনি।’

আরাঘচি জানান, ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালানোর আগপর্যন্ত দেশটি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ছিল। কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র ‘ভিন্ন পথ’ অবলম্বন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা কূটনৈতিক প্রচেষ্টার সরাসরি বিশ্বাসঘাতকতা। আমরা যখন আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী ছিলাম, তখন তারা বোমাবর্ষণ করেছে।’

আরাঘচি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হয়েছে। বিশেষ করে নাতাঞ্জ, ফোরদো ও ইস্পাহানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২২ জুন যুক্তরাষ্ট্র এই তিন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনাধীন রয়েছে। তিনি বলেন, ‘এখনই বলা যাচ্ছে না, আলোচনার পরিস্থিতি আছে। এই মুহূর্তে আমরা কেবল আমাদের জনগণের অধিকার রক্ষার দৃষ্টিকোণ থেকে পদক্ষেপ নিচ্ছি।’

প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েল প্রথম ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ২৪ জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে এই লড়াই সাময়িকভাবে বন্ধ হয়েছে।

যদিও সরাসরি আলোচনা এখন অগ্রহণযোগ্য বলে জানিয়েছে তেহরান, তবে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ‘আমরা কূটনীতিকে এখনও গুরুত্ব দিচ্ছি। তবে আলোচনা হবে কি না, তা আমাদের স্বার্থ বিবেচনায় নির্ধারিত হবে।’

আরাঘচি আরও বলেন, ‘আমাদের আত্মরক্ষা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আর যারা পরমাণুবিজ্ঞানীদের হত্যা করে, তারা যদি ভাবে জ্ঞান মুছে ফেলা যায়, তারা ভুল করছে। জ্ঞান কখনোই মরে না।’ এই অবস্থান ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্রের যেকোনো একতরফা ঘোষণার বিপরীতে ইরান তাদের জাতীয় স্বার্থ ও সম্মান অক্ষুণ্ণ রাখার দিকেই নজর দিচ্ছে।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি