হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্যাক্সিচালক হিসেবে বাড়ি ভাড়া নেন আইএসের প্রধান 

ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তিনি থাকতেন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আতমে শহর।

বার্তা সংস্থা এএফপি আবু ইব্রাহিমের বাড়ির কিছু ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় একটি সাধারণ ঘরে থাকতেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান। সেখানে কয়েকটি ম্যাট্রেস, কম্বল, জামাকাপড় ও খেলনা ছিল।

মার্কিন অভিযানের পর বাড়িটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটির ছাদের কিছু অংশও ধসে পড়েছে। একট কক্ষের দেয়াল ও ফ্লোরে রক্ত দেখা গেছে।

সেনা অভিযানের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে ও পরিবারকে বোম মেরে উড়িয়ে দেন আইএসের প্রধান।

আবু ইব্রাহিম যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির মালিক মোহামেদ আল শেখ। তিনি জানতেন আবু ইব্রাহিম একজন ট্যাক্সিচালক। প্রায় এক বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি।

আইএসের প্রধান নিচতলায় তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। আর তাঁর বোন ও কন্যারা থাকতেন দ্বিতীয় তলায়।

বাড়ির মালিক মোহামেদ আল শেখ বলেন, ‘লোকটি ১১ মাস ধরে এই বাড়িতে বসবাস করছিল। আমি তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ করিনি।’

বাড়ির সামনে থেকে জলপাই তোলার সময় আবু ইব্রাহিমের সঙ্গে শেষ দেখা হয়েছিল মোহামেদের। সেদিন তাঁরা একসঙ্গে কফিও খেয়েছিলেন। 

মোহামেদ বলেন, তাঁকে দেখে মনে হতো ভদ্র এবং প্রফুল্ল ব্যক্তি। সব সময় তিনি একই পোশাক পরতেন।

এদিকে মার্কিন অভিযানে বাড়ির ক্ষতি হওয়ায় আবু ইব্রাহিমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেদ। তিনি বলেন, ‘আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি ভাড়া দিতাম না।’

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির