ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ।
আজ শনিবার প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া জায়নবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসনের পর ইসলামি মাতৃভূমিকে রক্ষার সময় পূর্ব আজারবাইজান প্রদেশে ৩০ জন সামরিক সদস্য এবং একজন রেড ক্রিসেন্ট কর্মী শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন।
ইসরায়েল গত শুক্রবার ইরানের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক বিমান হামলা শুরু করে, যার মধ্যে পূর্ব আজারবাইজান ছিল অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। এই অঞ্চল ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, রাডার স্টেশন ও সামরিক প্রশিক্ষণকেন্দ্র রয়েছে।
এই হত্যাকাণ্ডের ফলে ইরানে শোকের ছায়া নেমে এসেছে এবং প্রতিশোধের আহ্বান জোরদার হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছে, যদিও ময়দানে উত্তেজনার পারদ আরও চড়া হচ্ছে।