হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জিম্মি মার্কিন এদান আলেকজান্ডারকে মুক্তি দিল হামাস

আজকের পত্রিকা ডেস্ক­

এদান আলেকজান্ডারের ছবি হাতে মুক্তি দাবি করছেন তাঁর স্বজনেরা। ছবি: সংগৃহীত

হামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, জিম্মি মুক্তির জন্য নিরাপদ পথের অনুমতি দিতে ইসরায়েল অভিযান সাময়িক স্থগিত করবে। এর পরপরই গাজায় দুপুরে লড়াই বন্ধ হয়। হামাস এক বিবৃতিতে বলেছে, তারা আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। এদান হামাসের হাতে থাকা শেষ আমেরিকান জিম্মি ছিল। একটি সূত্র জানিয়েছে, তাঁকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

হামাস বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন। হামাস জিম্মি মুক্তি দিলেও নেতানিয়াহু বলেছেন, কোনো যুদ্ধবিরতি হবে না এবং গাজায় সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা অব্যাহত থাকবে।

হামাস, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যে আলোচনার পর এদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার ১৯ মাস পর মুক্তি পেলেন এই মার্কিন-ইসরায়েলি। বিশ্লেষকেরা মনে করছেন, তাঁর মুক্তি গাজায় থাকা বাকি ৫৯ জিম্মির মুক্তির পথ খুলে দিতে পারে।

কাতার এবং মিসর বলেছে, এদান আলেকজান্ডারের মুক্তি নতুন যুদ্ধবিরতি আলোচনার দিকে এক উৎসাহজনক পদক্ষেপ। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আরও জিম্মি মুক্তির বিষয়ে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইসরায়েল বৃহস্পতিবার কাতারে প্রতিনিধিদল পাঠাবে।

নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলের বর্ধিত সামরিক অভিযানের পরিকল্পনা অব্যাহত থাকবে। তাঁর জোটের অংশীদার, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়া উচিত নয় এবং অবরুদ্ধ অঞ্চলে সহায়তা ঢুকতে দেওয়া উচিত নয়।

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ