হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরবে না

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি। ছবি: এক্স

চলমান মার্কিন ও ইসরায়েলি হামলার মুখেও ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেদের প্রত্যাহার করবে না বলে ঘোষণা দিয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি জানিয়েছেন, তেহরান এনপিটির ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবেই থাকবে।

ইরানের এনতেখাব বার্তা সংস্থা তাখত-রাভাঞ্চির উদ্ধৃতি দিয়ে বলেছে, এনপিটির কাঠামোর মধ্যেই ইরান ‘শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং জ্বালানি চাহিদার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে’।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে, যা তেহরান বারবার অস্বীকার করেছে।

গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই হামলা এমন এক সময় হয়েছে, যখন ইরানি কূটনীতিকেরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আলোচনার টেবিলে ছিলেন।

এর আগে তুরস্কে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, এনপিটি যেখানে পরমাণু অস্ত্র নেই, বা এমন অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা নেই এমন দেশগুলোকে সুরক্ষা দিতে পারে না, তখন এই চুক্তির কার্যত কোনো অর্থ থাকে না!

বিশেষ করে গত শনিবার রাতে ইরানের ফোরদো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর এনপিটি থেকে তেহরান নিজেকে প্রত্যাহার করে নিতে পারে, এমন গুঞ্জন শুরু হয়েছে।

অবশেষে ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী তাখত-রাভাঞ্চি নিশ্চিত করলেন তাঁরা এনপিটি অনুসরণ করতে অঙ্গীকারবদ্ধ। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর ‘চলমান হামলার সময় আলোচনার কোনো মানে নেই’। তিনি বলেন, ‘আমরা শুধু আলোচনার স্বার্থে আলোচনা করি না।’

এই ঘোষণা থেকে বোঝা যায়, ইরান আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি মেনে চলার অঙ্গীকার করলেও, সামরিক হামলার মুখে আলোচনার টেবিলে বসতে রাজি নয়।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার